ওঁ জয় জয় দেবি চরাচরসারে, কুচযুগশোভিতমুক্তাহারে বীণাপুস্তকরঞ্জিতহস্তে, ভগবতি ভারতি দেবি নমস্তে
মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে হয় বাগদেবীর আরাধনা। এই দিন সরস্বতী পুজোর (Saraswati Puja) সঙ্গে বসন্ত পঞ্চমী পালিত হয়। মা সরস্বতী হলেন বিদ্যা, জ্ঞান এবং সঙ্গীতের দেবী। বৈদিক দেবী সরস্বতী। তাঁর চার হাতের এক হাতে থাকে পুস্তক (বই), জপমালা, জলের পাত্র ও বীণা। দেবী সরস্বতীর হাতে বীণা থাকে বলে তাঁকে বীণাপানি বলা হয়। এ বছর কবে সরস্বতী পুজো পালিত হবে? এ বিষয় নিয়ে অনেকের মনে সংশয় দেখা দিয়েছে।
সরস্বতী পুজোকে অনেকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে-ও বলেন। বেশ কয়েক বছর দেখা গিয়েছে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-তে সরস্বতী পুজোর দিন পড়েছে। এ বছর অবশ্য তেমনটা হচ্ছে না। ২০২৫ সালে সরস্বতী পুজোর দিন হিসেবে দুটো তারিখ উঠে আসছে। এক, ২ ফেব্রুয়ারি। দুই, ৩ ফেব্রুয়ারি। স্বাভাবিকভাবেই এ বার মনে যে প্রশ্ন আসতে পারে, তা হল – এ বার কি তবে দুই দিন সরস্বতী পুজো? কী বলছে পঞ্জিকা?
নিম্নে এক ঝলকে দেখে নিন বিভিন্ন পঞ্জিকা অনুসারে সরস্বতী পুজো কবে—
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে:-
পঞ্চমী তিথি আরম্ভক্ষণ –
বাংলা– ১৯ মাঘ, রবিবার।
ইংরেজি– ২ ফেব্রুয়ারি, রবিবার।
সময়– সকাল ৯টা ১৬ মিনিট।
পঞ্চমী তিথি শেষ –
বাংলা– ২০ মাঘ, সোমবার।
ইংরেজি– ৩ ফেব্রুয়ারি, সোমবার।
সময়– সকাল ৬টা ৫৩ মিনিট।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে:-
পঞ্চমী তিথি আরম্ভক্ষণ –
বাংলা– ১৯ মাঘ, রবিবার।
ইংরেজি– ২ ফেব্রুয়ারি, রবিবার।
সময়– বেলা ১২টা ১২ মিনিট ৫৯ সেকেন্ড।
পঞ্চমী তিথি শেষ –
বাংলা– ২০ মাঘ, সোমবার।
ইংরেজি– ৩ ফেব্রুয়ারি, সোমবার।
সময়– সকাল ৯টা ৫৭ মিনিট ৩৮ সেকেন্ড।
দৃকপঞ্জিকা অনুসারে:-
পঞ্চমী তিথি আরম্ভক্ষণ –
বাংলা– ১৯ মাঘ, রবিবার।
ইংরেজি– ২ ফেব্রুয়ারি, রবিবার।
সময় – সকাল ৯টা ১৪ মিনিট।
পঞ্চমী তিথি শেষ –
বাংলা– ২০ মাঘ, সোমবার।
ইংরেজি– ৩ ফেব্রুয়ারি, সোমবার।
সময়– সকাল ৬টা ৫২ মিনিট।
বেণীমাধব শীলের গার্হস্থ্য পঞ্জিকা অনুসারে:-
পঞ্চমী তিথি আরম্ভক্ষণ –
বাংলা– ১৯ মাঘ, রবিবার।
ইংরেজি– ২ ফেব্রুয়ারি, রবিবার।
সময় – বেলা ১২টা ৩৪ মিনিট।
পঞ্চমী তিথি শেষ –
বাংলা– ২০ মাঘ, সোমবার।
ইংরেজি– ৩ ফেব্রুয়ারি, সোমবার।
সময়– সকাল ৯টা ৫৯ মিনিট।
রবিবার পঞ্চমী পড়ছে এবং সোমবার তা ছাড়ছে। সোমবার সকালে পঞ্চমী ছেড়ে গেলেও বসন্ত পঞ্চমী তিথি যেহেতু ৩ ফেব্রুয়ারি, তাই ওইদিনই পুজো করার পরামর্শ দিচ্ছেন নানান জ্যোতিষবিদ।