Holi 2025: ১৪ নাকি ১৫ মার্চ এ বার কবে পড়েছে হোলি, আর কোনদিন দোলযাত্রা?

এই মার্চেই দেশজুড়ে রংয়ের উৎসব পালনে মেতে উঠবেন অনেকে। তার আগে অবশ্য অনেকের মনে একটি প্রশ্ন জেগেছে। তা হল, এ বছর কবে পড়েছে হোলি, আর কোনদিনই বা দোলযাত্রা? দুটো তারিখের কথা আলোচনায় উঠে আসছে। আসল তারিখটা কী?

Holi 2025: ১৪ নাকি ১৫ মার্চ এ বার কবে পড়েছে হোলি, আর কোনদিন দোলযাত্রা?
১৪ নাকি ১৫ মার্চ এ বার কবে পড়েছে হোলি, আর কোনদিন দোলযাত্রা?Image Credit source: Nigel Killeen/Moment/ Getty Images

Mar 03, 2025 | 6:24 PM

ভারতের আনাচে কানাচে দোল বা হোলির উৎসব পালন করা হয়। রংয়ের উৎসবে সকলে সামিল হন। হাসি-খুশিতে মেতে ওঠেন ছোট-বড়োরা। হিন্দুধর্ম মতে দোল পূর্ণিমা একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দোলযাত্রা উৎসবে শ্রীকৃষ্ণ ও রাধারাণির ঐশ্বরিক প্রেমলীলার উদযাপন করা হয়। এই মার্চেই দেশজুড়ে রংয়ের উৎসব পালনে মেতে উঠবেন অনেকে। তার আগে অবশ্য অনেকের মনে একটি প্রশ্ন জেগেছে। তা হল, এ বছর কবে পড়েছে হোলি (Holi), আর কোনদিনই বা দোলযাত্রা? দুটো তারিখের কথা আলোচনায় উঠে আসছে। আসল তারিখটা কী?

এ বছর হোলি কবে? এ বছর রংয়ের উৎসব পালিত হবে ১৪ মার্চ। পূর্ণিমা তিথি শুরু হবে ১৩ মার্চ সকাল ১০.৩৫ মিনিট থেকে। আর তা শেষ হবে ১৪ মার্চ ১২.২৩ মিনিটে। হোলি আসলে দু’দিন ধরে পালিত হয়। প্রথম দিন হোলিকা দহন হয়। যা এ বছর হবে ১৩ মার্চ। আর দ্বিতীয় দিন রং খেলা হয়। যাকে বেশিরভাগ মানুষ হোলি বলে থাকেন। সকলে রং দিয়ে, আবির দিয়ে, পিচকারি দিয়ে মজায় মেতে ওঠেন। সঙ্গে থাকে মিষ্টি, ঠাণ্ডাই এর মতো খাবার-পানীয়। তার সঙ্গে হালকা গান এবং খুশিতে নাচ। এমনটা হলে হোলি অনেকের জন্য একেবারে জমে ক্ষীর।

ভারতে এ বছর কবে পালিত হবে হোলি? এ বছর ১৩ মার্চ হোলিকা দহন হবে। হোলির আগের রাতে এটি পালন করার চল রয়েছে। সেদিন অনেকেই ন্যাড়া পোড়া পালন করেন। যা আসলে অসুর হোলিকাকে পোড়ানো প্রতীক হিসেবে ধরা হয়। এ কাজ করলে পাপ, লোভ, হিংসার শেষ হয় বলে মনে করা হয়। এরপর ১৪ মার্চ রংয়ের উৎসব পালনে সকলে মেতে উঠবেন। এ ছাড়া চৈত্র কৃষ্ণ প্রতিপদে উদয়া তিথি পড়ছে বলে ভারতের বিভিন্ন প্রান্তে ১৫ মার্চও হোলি পালিত হবে।