AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hindu Blessing Importance: পায়ে হাত দিয়ে প্রণাম করলে আশীর্বাদ দেন বড়রা, রয়েছে বৈজ্ঞানিক কারণও

Hinduism: হিন্দুধর্ম মতে মনে করা হয়, বড়দের আশীর্বাদে জীবনে অপরা সুখ বয়ে আসে, সমস্যা থেকেও দূরে থাকা যায়। বাঙালিরা সাধারণত, আশীর্বাদ প্রদান করার সময় বলে ওঠেন, ভালো থেকো, জীবনে অনেক বড় হও। অন্যদিকে হিন্দিতে আশীর্বাদ হিসেবে বলে থাকেন, ‘দুধো নাহাও পুতো ফলো’! বিশেষ করে নবদম্পতিরা যখন বড়দের আশীর্বাদ নেন, তখন এই কথা বলে থাকেন প্রবীণরা। কিন্তু এই কথার অর্থ কী? 

Hindu Blessing Importance: পায়ে হাত দিয়ে প্রণাম করলে আশীর্বাদ দেন বড়রা, রয়েছে বৈজ্ঞানিক কারণও
| Edited By: | Updated on: Mar 03, 2024 | 1:36 PM
Share

বাড়ির বড়দের সঙ্গে দেখা হলে পায়ে হাত দিয়ে প্রণাম করা, ভারতীয় সংস্কৃতির এক অন্যতম রীতি। সনাতন হিন্দু ধর্মের নিজস্ব ঐতিহ্য ও বিশ্বাসের প্রতীক। হিন্দুধর্মের সঙ্গে জড়িত রীতি-নীতি ও ঐতিহ্য এক বিশেষ মাত্রায় যোগ করে। প্রবীণদের সম্মান ও শ্রদ্ধা জানাতে পায়ে হাত দিয়ে প্রণাম করাও একপ্রকার রীতি রয়েছে। ঠিকযেমন দেবদেবীর সামনে মাথা নত করে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করা হয়। হিন্দুধর্মে পিতামাতাকে ভগবানের আসনেই বসানো হয়। তাই নিয়মিত বাবা-মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলে দিন যেমন শুভ হয়, তেমনি অশুভ প্রভাবও কেটে যায়। বাড়ির বড়দের প্রণাম করার পিছনে শুধু ধর্মীয় ঐতিহ্য নয়, রয়েছে বৈজ্ঞানিক কারণ ও উপকারিতা।

হিন্দুধর্ম মতে মনে করা হয়, বড়দের আশীর্বাদে জীবনে অপরা সুখ বয়ে আসে, সমস্যা থেকেও দূরে থাকা যায়। বাঙালিরা সাধারণত, আশীর্বাদ প্রদান করার সময় বলে ওঠেন, ভালো থেকো, জীবনে অনেক বড় হও। অন্যদিকে হিন্দিতে আশীর্বাদ হিসেবে বলে থাকেন, ‘দুধো নাহাও পুতো ফলো’! বিশেষ করে নবদম্পতিরা যখন বড়দের আশীর্বাদ নেন, তখন এই কথা বলে থাকেন প্রবীণরা। কিন্তু এই কথার অর্থ কী?

বাড়ির বড়রা প্রায়ই শিশুদের সুখ ও সমৃদ্ধির জন্য আশীর্বাদ করে থাকেন। কিন্তু দুধ, স্নান ও ফলমূলের আশীর্বাদ শুধুমাত্র নারী বা নববধূকে দেওয়া হয়, কেন? হিন্দু ধর্মে কথিত আছে, শ্বশুর বাড়িতে যাওয়ার পর পুত্রবধূ বিয়ের পর সন্তান লাভের সুখ পেতে পারেন। প্রবীণরা নববধূকে এই আশীর্বাদগুলি দিয়ে থাকেন যাতে নববধূ শীঘ্রই মা হতে পারেন।  সন্তান লাভের সুখ পেতে পারেন দ্রুত।

অন্যদিকে, দুধ, স্নান ও ফলমূলের আশীর্বাদ নারীদের জন্য খুবই বিশেষ। এর অর্থ হল ভবিষ্যতে আপনি দুধ দিয়ে স্নান করলে সন্তানের সুখ উপভোগ করবেন। তার অর্থ হল,  জীবন সন্তানদের কাছ থেকে সম্পদ ও সুখে পরিপূর্ণ হওয়া উচিত। এই কথার পিছনেও রয়েছে বৈজ্ঞানিক কারণ ও উপকারিতা। টাকা ও দুধ, উভয়ই হল মহার্ঘ। কিন্তু টাকা ছাড়া মানুষ দুধ দিয়ে স্নান করতে পারেন। আর দুধ দিয়ে স্নান করলে স্বাস্থ্যের নানা উপকারে লাগে। বিশেষ করে মহিলাদের। ত্বকের জন্যও গুরুত্বপূর্ণ। এছাড়া সন্তানের সুখও পেয়ে থাকেন। এই আশীর্বাদে নারী-পুরুষ উভয়েরই সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করা হয়।