Nirjala Ekadashi 2023: এদিন ভুলেও তুলসী পাতা স্পর্শ করবেন না! লক্ষ্মীর আশীর্বাদ পেতে কীভাবে পুজো করবেন, জানুন এখানে…
Tulsi Upay: হিন্দুধর্মে একাদশীর দিনে তুলসী পুজোরও বিশেষ তাৎপর্য রয়েছে। প্রায় প্রত্যেক হিন্দুদের বাড়িতে তুলসী গাছ স্থাপন করা থাকে।

একাদশীর উপবাসকে হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এ দিনে ভগবান বিষ্ণুর বিশেষ আরাধনা করা হয়ে থাকে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, প্রতি মাসে দুটি একাদশী উপবাস থাকে। বছরে মোট ২৪টি একাদশীর উপবাস রয়েছে। প্রতিটি একাদশী নিজেই বিশেষ ও জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এটিকে নির্জলা একাদশী বলা হয় ও এই বছর এই বিশেষ উপবাস আগামী ৩১ মে পালিত হবে। সপ্তাহে তৃতীয় দিনে এই উপবাস পালিত হবে। হিন্দুধর্মে একাদশীর দিনে তুলসী পুজোরও বিশেষ তাৎপর্য রয়েছে। প্রায় প্রত্যেক হিন্দুদের বাড়িতে তুলসী গাছ স্থাপন করা থাকে। সকাল ও বিকেল রোজ তুলসী পুজো করারও রীতি রয়েছে। তবে এদিন তুলসীকে বিশেষভাবে পুজো করা হয়। নির্জলা একাদশীর দিন তুলসীর গুরুত্ব ও পূজা পদ্ধতি জেনে নিন এখানে…
নির্জলা একাদশীর দিন তুলসীর গুরুত্ব
নির্জলা একাদশীর উপবাস অত্যন্ত বিশেষ এবং কঠিন। এই দিনে তুলসী গাছকে বিশেষ রূপে পূজা করা হয়ে থাকে। তুলসী গাছকে হিন্দু ধর্মে পুজোর স্থান দেওয়া হয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, তুলসী গাছে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন ও এর পূজা করলে দেবী লক্ষ্মীর সঙ্গে ভগবান বিষ্ণুরও আশীর্বাদ পাওয়া যায়। তাই নির্জলা একাদশীর দিনে তুলসীর পূজা গুরুত্বপূর্ণ, একাদশীর পুজো অসম্পূর্ণ বলে বিবেচিত হয়। হিন্দুধর্মে, প্রায় প্রতিটি বাড়িতে একটি তুলসী গাছ থাকে। যেখানে তুলসী স্থাপন করা হয়, সেখানেই সমস্ত দেবতার বাসস্থান বলে মনে করা হয়।
নির্জলা একাদশীর দিন এভাবে তুলসীর পুজো করুন
নির্জলা একাদশীর দিন সূর্যোদয়ের আগে ভোরে উঠে স্নান, পরিষ্কার পোশাক পরে কাছের কোনও মন্দিরে গিয়ে পরিষ্কার করুন। এরপর হাতে জল নিয়ে উপবাস সংকল্প করে পুজো শুরু করুন। মন্দিরে ভগবান বিষ্ণুর পূজার পর তুলসী পূজা করা হয়। এর জন্য তুলসী গাছে জল নিবেদন করুন। মনে রাখবেন, ওই জলে কয়েক ফোঁটা গঙ্গাজল মিশিয়ে নিন।
এরপর তুলসী গাছে হলুদ ও সিঁদুরের তিলক লাগিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। তারপর গাছের সামনে ‘মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্যবর্ধনে আধি ব্যধি হরা নিত্যম তুলসী ত্বাম নমোস্তুতে’ মন্ত্রটি জপ করুন। দেবী তুলসী এতে সন্তুষ্ট হয়ে ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করে থাকেন বলে মনে করা হয়। মনে রাখবেন একাদশীর দিন তুলসী পাতা তোলা একেবারেই নিষিদ্ধ। তাই ভুল করেও এই কাজ করবেন না।
