Vastu Tips: ভুলেও রাতে ময়লা জামাকাপড় কাচবেন না! পরিবার ও ভাগ্য উভয়ই ভাঙতে পারে আপনার
Vastu Rules: বাস্তুমতে, ময়লা ও নোংরা জামাকাপড় কাচারও রয়েছে সঠিক সময়। তাই রাতে নয়, সকালেই কাপড় কাচা ও ধোওয়া উচিত বলে উল্লেখ রয়েছে। বাস্তুশাস্ত্রমতে এই নিয়মের কথা অনেকেই হয়তো জানেন না। কিন্তু অনেকেই সকালের তাড়াহুড়ো করে কাজে বের হওয়ার আগে সময় নষ্ট না করে রাতেই সব কাজ সেরে ফেলার প্রবণতা রয়েছে।

সকালের ব্যস্ততা কাটাতে অনেকেই রাতে বাড়ি ফিরে ময়লা ও নোংরা জামাকাপড় কাচেন। কিন্তু বাস্তুশাস্ত্র মতে, বাড়ির কিছু কাজ করা বা জিনিস রাখা নিয়ে রয়েছে বেশ কিছু বিধি-নিয়ম। এই নিয়ম কোনও কুসংস্কারের জন্য নয়, পরিবারের সুখ-,সমৃদ্ধি ও জীবনে পজিটিভ শক্তির প্রবেশ ঘটে। তাই ঘরে রাখা বিভিন্ন জিনিসগুলি কোথায় রাখবেন, কোন আকারের হওয়া উচিত, তা জেনে নেওয়া জরুরি। এই বিধি-নিয়মগুলির মধ্যে কাপড় ধোওয়ারও রয়েছে কিছু নিষেধাজ্ঞা। বাস্তুমতে, ময়লা ও নোংরা জামাকাপড় কাচারও রয়েছে সঠিক সময়। তাই রাতে নয়, সকালেই কাপড় কাচা ও ধোওয়া উচিত বলে উল্লেখ রয়েছে। বাস্তুশাস্ত্রমতে এই নিয়মের কথা অনেকেই হয়তো জানেন না। কিন্তু অনেকেই সকালের তাড়াহুড়ো করে কাজে বের হওয়ার আগে সময় নষ্ট না করে রাতেই সব কাজ সেরে ফেলার প্রবণতা রয়েছে। কিন্ত বাস্তু মতেরাতে কাপড় কাচা ও ধোওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয়।
রাতে কেন কাপড় ধোওয়া উচিত নয়?
-বাস্তুশাস্ত্র অনুসারে, রাতে কাপড় ধোওয়া ঠিক নয়। যদি রাতে কাপড় কেচে ও ধুয়ে থাকেন, তাহলে ভিজে জামা-কাপড় বাইরে শুকোতে দেওয়া উচিত নয়। তাতে সুখ ও সমৃদ্ধিতে বাধা সৃষ্টি হতে পারে।
-বাস্তুশাস্ত্র অনুসারে, জামাকাপড় সর্বদা সূর্যের উপস্থিতিতে ধোওয়া উচিত। আর সূর্যের আলোতেই শুকিয়ে নেওয়া ভাল। কারণ হল সূর্যের তেজে জামাকাপড় থেকে নেতিবাচক শক্তি নষ্ট হয়। ক্ষতিকর জীবাণুও বিনাশ ঘটে। তাই ওই পোশাক যখন পরিধান করা হয়, তখন আমাদের শরীরের মধ্যেও পজিটিভ শক্তি সঞ্চারিত হয়।
-বাস্তুশাস্ত্র অনুসারে, রাতে নেতিবাচক শক্তি প্রচুর পরিমাণে বিরাজ করে। রাতে কাপড় ধুয়ে বাইরে শুকিয়ে নিলে নেতিবাচক শক্তি জামাকাপড়ের মধ্যে প্রবেশ করে। নেতিবাচক শক্তি কোনওভাবেই আমাদের জন্য ভালো নয়।
