AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raksha Bandhan 2023: আজ সারাদিনই রাখি বাঁধা শুভ! ভাইয়ের সৌভাগ্য ফেরাতে বোনেরা করুন এই সহজ কাজ

Rakhi Festival in Benagli: জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভাদ্রকালের ছায়ার কারণে অধিকাংশ বোনেরাই ভাইদের রাখি বাঁধতে পারেন আজ। সরকারি ছুটি হিসেবে রাখি হিসেবে ছুটি ছিল ৩০ অগস্ট। তবে রাখির জন্য সবচেয়ে শুভ হল ৩১ অগস্ট।

Raksha Bandhan 2023: আজ সারাদিনই রাখি বাঁধা শুভ! ভাইয়ের সৌভাগ্য ফেরাতে বোনেরা করুন এই সহজ কাজ
| Edited By: | Updated on: Aug 31, 2023 | 6:12 PM
Share

ভাই-বোনের সম্পর্কের অটুট বন্ধনের প্রতীক হল রক্ষাবন্ধন। আর এ নিয়ে কেউই দ্বিমত প্রকাশ করবেন না। রক্ষাবন্ধন উত্‍সব এবার দদিন ধরে পালিত হতে চলেছে। তবে ৩০ অগস্টের থেকে ৩১ অগস্ট রাখি বাঁধার জন্য খুব শুভ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভাদ্রকালের ছায়ার কারণে অধিকাংশ বোনেরাই ভাইদের রাখি বাঁধতে পারেন আজ। সরকারি ছুটি হিসেবে রাখি হিসেবে ছুটি ছিল ৩০ অগস্ট। তবে রাখির জন্য সবচেয়ে শুভ হল ৩১ অগস্ট। এদিন ভাইয়ের দীর্ঘায়ু, সমৃদ্ধি ও উন্নতি করার জন্য রাখি উত্‍সব পালন করতে পারেন। এদিন যে কোনও সময় রাখি বাঁধা অত্যন্ত শুভ। তাই এদিন বোনেরা বেশ কিছু প্রতিকার মেনে চলতে পারেন।

৩০ অগস্ট ভাদ্রের ছায়া

পঞ্চাঙ্গ অনুসারে, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় রক্ষা বন্ধন উৎসব। তবে এবার ভাদ্রকালে রাখি বাঁধা অশুভ হওয়ায়, এই উৎসবে ভাদ্র কালও পালন করা হয়। ৩০ অগস্ট বুধবার সকাল ১০টা ৫৮ মিনিটে শ্রাবণ পূর্ণিমা তিথি শুরু হয়েছে। ৩১ অগস্ট বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিট মিনিট পর্যন্ত চলবে, তারপরেই শুরু হবে ভাদ্রপদ মাস। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভাদ্র কাল শুরু হচ্ছে শ্রাবণ পূর্ণিমা দিয়ে। এই বিশেষ পূর্ণিমা চলবে ৩০ অগস্ট রাত ৯টা ২ মিনিট পর্যন্ত। তাই ৩১ অগস্ট সারাদিন যে কোনও সময় ভাই-বোনেরা রাখি বাঁধতে পারেন। তাতে সব কাজই শুভ বলে মনে করা হয়।

এই প্রতিকারে সারাদিন রাখি বাঁধতে পারেন

বৃহস্পতিবার, ৩১ অগস্ট, সূর্যোদয়ের সময় ঘুম থেকে ওঠার পর, ভাই ও বোন, উভয়েই স্নান করে ধ্যান করতে পারেন। ভগবান কৃষ্ণের সামনে সব রাখি রেখে একসঙ্গে পুজো করুন। এরপর ভগবান শ্রীকৃষ্ণকে প্রথম রাখি বেঁধে তারপর ভোগ নিবেদন করুন। এইভাবে করার পর সারাদিন যেকোনও সময় রাখি বাঁধতে পারেন। এছাড়াও, শাস্ত্রীয় পদ্ধতি অনুসারে, যে তারিখে সূর্য উদিত হয় সেই তারিখটি সারা দিন পালিত হয়। ৩১ অগস্টও একই ঘটনা ঘটছে। ৩১ অগস্ট বৃহস্পতিবার পূর্ণিমা তিথিতে সূর্যোদয় হয়েছে, যার কারণে প্রতিপদ তিথি ক্ষয় হয় এই তারিখেই। এমন পরিস্থিতিতে, ৩১ অগস্ট রাখি বাঁধা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এর জেরে আজ সারাদিন যে কোনও সময় রাখি বাঁধতে পারেন, তাতে কোনও সমস্যা তৈরি হবে না।