Pujoy Pulse: পুজো শেষে পুজোর আমেজ, পুজোয় পালসের পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত প্রাপকরা

এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন টিভি৯ বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধরমপাল-সত্যপাল ফুড লিমিটেডের ইস্টার্ন ইন্ডিয়ার পালস ক্যান্ডির সিনিয়র জেনারাল ম্যানেজার (সেলস) মানস ঘোষ এবং ধরমপাল-সত্যপাল ফুড লিমিটেডের বিজনেস হেড জ্যোতিরূপ বড়ুয়া।

Pujoy Pulse: পুজো শেষে পুজোর আমেজ, পুজোয় পালসের পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত প্রাপকরা
পুজোয় পালসের পুরস্কার প্রাপকরাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Dec 31, 2023 | 6:40 PM

দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সব বয়সের মানুষ সামিল হন এই উৎসবের। উৎসবের আবহের উন্মাদনা আরও বাড়িয়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছিল পালস ক্যান্ডি। তাতে সহযোগিতা করেছিল টিভি৯ বাংলা। এক মাস ব্যাপী রাজ্যের ২২টি শহরে ঘুরেছিল পুজোয় পালসের ট্যাবলো। সেই ট্যাবলো ঘিরে বাংলার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ট্যাবলোকে কেন্দ্র করে ক্যুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছিল। তাতে অংশও নিয়েছিল অনেকে। সেই প্রতিযোগিতার জয়ীদের পুরস্কার তুলে দেওয়া হল।

এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন টিভি৯ বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধরমপাল-সত্যপাল ফুড লিমিটেডের ইস্টার্ন ইন্ডিয়ার পালস ক্যান্ডির সিনিয়র জেনারাল ম্যানেজার (সেলস) মানস ঘোষ এবং ধরমপাল-সত্যপাল ফুড লিমিটেডের বিজনেস হেড জ্যোতিরূপ বড়ুয়া।

পুজোয় পালস প্রতিযোগিতার জয়ীদের হাতে এ দিন পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এর পাশাপাশি তিন মৃৎশিল্পীকেও পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কার পেয়ে নিজেদের উচ্ছ্বাস গোপন করেননি পুরস্কার-প্রাপকরা। প্রতি বছর যাতে এ রকম উদ্যোগ হয়, তার জন্য অপেক্ষা করবেন বলেও জানিয়েছেন তাঁরা।