WTC Final: টেস্ট চ্যাম্পিয়নশিপ সফরে সবচেয়ে সফল রাহানে

Jun 17, 2021 | 2:54 PM

গত ২ বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে মোট ১৭ টি ম্যাচ খেলেছেন আজিঙ্কা রাহানে। ২৮টি ইনিংসে তিনি করেছেন ১০৯৫ রান।

WTC Final: টেস্ট চ্যাম্পিয়নশিপ সফরে সবচেয়ে সফল রাহানে
ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে

Follow Us

সাউদাম্পটন: আইসিসির (ICC) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) টুর্নামেন্ট শুরু হয়েছিল ২০১৯ সালে। গত ২ বছর ধরে একের পর এক সিরিজে ভালো পারফরম্যান্সে দিয়ে ফাইনালে উঠেছে বিরাট কোহলির (Virat Kohli) ভারত (India)। ২০১৯ সালের অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২-০ সিরিজ জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করেন রোহিত শর্মারা। গত ২ বছর ধরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের (Team India) হয়ে সর্বোচ্চ রান করেছেন ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)।

গত ২ বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে মোট ১৭ টি ম্যাচ খেলেছেন আজিঙ্কা রাহানে। ২৮টি ইনিংসে তিনি করেছেন ১০৯৫ রান। এই দু’বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের মধ্যে তাঁর সর্বোচ্চ রান ১১৫। গড় ৪৩.৮। ১৭ টি ম্যাচে অর্ধশতরান করেছেন ৬ বার। রাহানের ঝুলিতে ৩টি সেঞ্চুরিও রয়েছে। শুধু তাই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে গত ২ বছর ধরে সব থেকে বেশি ৪ মেরেছেন রাহানে। মোট ১২৫ টি চার এসেছে জিঙ্কসের ব্যাট থেকে।

এ বার শুধু ফাইনালের অপেক্ষা। ফাইনালের জন্য মুখিয়ে রয়েছেন রাহানেসহ ভারতীয় দলের অন্যান্য ক্রিকেটাররা। অপেক্ষা আর মাত্র একদিনের। কাল থেকে সাউদাম্পটনে শুরু হবে বহু প্রতীক্ষিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। বিরাট কোহলির ভারতের মুখে নামবে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।

আরও পড়ুন: WTC Final: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে আগ্রাসী ব্যাটিং করতে চান শুভমন

Next Article