ক্যাডি না ফুটবল কোচ হবেন মারে

কেন ক্যাডি (golf caddie) হতে চান? মারের (Andy Murray) ব্যাখ্যা, 'টেনিস আর গল্ফের সঙ্গে যোগটা কাছাকাছি। অনেকেই টেনিস (Tennis) থেকে গল্ফার হয়। তা ছাড়া, মানসিক ভাবে কোনও গল্ফারকে যদি সাহায্য করতে পারি, সেটাও বেশ ভালো হবে।'

ক্যাডি না ফুটবল কোচ হবেন মারে
ভবিষ্যৎ ঠিক করে ফেললেন মারে। ছবি: টুইটার
Follow Us:
| Updated on: Mar 30, 2021 | 5:29 PM

লন্ডন: টেনিস ছাড়ার পর কী হতে চান অ্যান্ডি মারে (Andy Murray)? পেশাদার গল্ফের ক্যাডি হতে পারেন! হতে পারেন ফুটবল কোচও! তিনবারের গ্র্যান্ড স্লাম জেতা বিশ্বের প্রাক্তন এক নম্বর প্লেয়ার টেনিস তারকা নিজের স্বপ্নের কথা তুলে ধরেছেন। চোটের জন্য দীর্ঘ দিন কোর্টের বাইরে মারে। ক্রমপর্যায়ে পিছিয়ে পড়েছেন অনেকটাই। এখন বিশ্বের ১১৬ নম্বর টেনিস প্লেয়ার ক’দিন আগেই মায়ামি ওপেন থেকে তুলে নিয়েছেন নাম। সেই মারেই বলেছেন, ‘আমি গল্ফ অত্যন্ত ভালোবাসি। গল্ফ ট্যুরগুলোতে যদি ক্যাডি হতে পারি, তার থেকে ভালো আর কিছু হবে না। এর ফলে সেরা গল্ফারদের কাছ থেকে দেখার সুযোগ পাব। ওদের কাছ থেকে এই খেলাটা শিখেও নিতে পারব ভালো ভাবে।’

আরও পড়ুন: রোনাল্ডোই চিরকালের ক্যাপ্টেন, বলছেন পর্তুগালের কোচ

কেন ক্যাডি (golf caddie) হতে চান? মারের (Andy Murray) ব্যাখ্যা, ‘টেনিস আর গল্ফের সঙ্গে যোগটা কাছাকাছি। অনেকেই টেনিস (Tennis) থেকে গল্ফার হয়। তা ছাড়া, মানসিক ভাবে কোনও গল্ফারকে যদি সাহায্য করতে পারি, সেটাও বেশ ভালো হবে।’ ৩৩ বছর বয়স এখন মারের। টেনিস থেকে কবে অবসর নেবেন, তা ঠিক করেননি। তবে, ভবিষ্যৎ নিয়ে যে ভাবতে শুরু করেছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। শুধু গল্ফের ক্যাডি (Caddie) হওয়াই নয়, অন্য স্বপ্নও লালনপালন করছেন। আর তা হল, পেশাদার ফুটবল কোচ হওয়ার স্বপ্ন। মারের মতো বিশ্বের আর তারকা ক্রীড়াবিদ উসেইন বোল্টও ট্র্যাক থেকে অবসর নেওয়ার পর ফুটবলার হতে চেয়েছিলেন। অস্ট্রেলিয়ার এ লিগের একটি টিমেও সই করেছিলেন। কিন্তু ফুটবলার হিসেবে নিজের কেরিয়ার সে ভাবে এগিয়ে নিয়ে যেতে পারেননি। মারে অবশ্য নিজেকে কোচ হিসেবে মেলে ধরতে চাইছেন। ছেলেবেলায় ভালোই ফুটবল খেলতেন তিনি। স্কুলে পড়ার সময় মারে গ্লাসগো রেঞ্জার্সের অ্যাকাডেমিতে যোগ দেওয়ার প্রস্তাবও পেয়েছিলেন। কোচ হওয়ার পিছনে সেটাই কাজ করছে মারের। বলেওছেন, ‘পেশাদার কোচের লাইসেন্স পেলেও কিন্তু খারাপ হবে না।’