FIFA 2022 WC Qualifier: মেসিদের ম্যাচ দেখতে ১ ঘণ্টার ভিতরেই টিকিট শেষ

TV9 Bangla Digital | Edited By: sushovan mukherjee

Sep 08, 2021 | 2:14 PM

৬৫ হাজার দর্শকাসন থাকলেও, কোভিডবিধি মেনে ১৭ হাজার দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে আর্জেন্টিনার ফুটবল সংস্থা (AFA)। কোপা চ্যাম্পিয়নদের চোখের সামনে দেখার সুযোগটা হাতছাড়া করতে চাননি কেউই। ব্রাজিল ম্যাচ বাতিল হওয়ার পরই দেশে ফিরে আসেন মেসিরা। যে ৪ ফুটবলারকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, তাদের ব্রিটেনে ফেরত পাঠিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

FIFA 2022 WC Qualifier: মেসিদের ম্যাচ দেখতে ১ ঘণ্টার ভিতরেই টিকিট শেষ
কাল ভোরে মাঠে মেসিরা। ছবি: টুইটার

Follow Us

বুয়েনস আইরেস: রাত পোহালেই মাঠে নামছেন মেসিরা (Lionel Messi)। রবি রাতে আর্জেন্টিনা-ব্রাজিল (Argentina vs Brazil) ম্যাচ বাতিল হয়ে যায়। কাল ভোর ৫টায় দেশের মাঠে প্রাক বিশ্বকাপের ম্যাচে বলিভিয়ার (Bolivia) সামনে আর্জেন্টিনা (Argentina)। দীর্ঘদিন বাদে দেশের মাঠে খেলতে নামছেন মেসিরা। কোপা চ্যাম্পিয়ন (Copa America Champion) হওয়ার পর প্রথম বার ঘরের মাঠে খেলবে আর্জেন্টিনা (Argentina)। শুধু তাই নয়, দর্শকও থাকছে গ্যালারিতে। কোপা চ্যাম্পিয়নদের দেখার সুযোগটা হাতছাড়া করতে চাইছেন না আর্জেন্টিনার সমর্থকরা। গতকাল রাতে অনলাইনে টিকিট ছাড়া হয়। ১ ঘণ্টাও পেরোয়নি। শেষ সমস্ত টিকিট। কোভিডের জন্য এতদিন দর্শকশূন্য স্টেডিয়ামে ঘরের মাঠে খেলেছে আর্জেন্টিনা। বুয়েনস আইরেসে (Buenos Aires) ৩০ শতাংশ দর্শকের সামনে হবে আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচ।

৬৫ হাজার দর্শকাসন থাকলেও, কোভিডবিধি মেনে ১৭ হাজার দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে আর্জেন্টিনার ফুটবল সংস্থা (AFA)। কোপা চ্যাম্পিয়নদের চোখের সামনে দেখার সুযোগটা হাতছাড়া করতে চাননি কেউই। ব্রাজিল ম্যাচ বাতিল হওয়ার পরই দেশে ফিরে আসেন মেসিরা। যে ৪ ফুটবলারকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, তাদের ব্রিটেনে ফেরত পাঠিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। গোলকিপার এমলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez), ক্রিশ্চিয়ান রোমেরো (Cristian Romero), লো সেলসো (Giovani Lo Celso) আর বুয়েন্দিয়ারা (Emiliano Buendia) ফিরে গিয়েছেন নিজেদের ক্লাবে। লো সেলসোদের ক্লাবের তরফ থেকে ইতিমধ্যেই ফতোয়া জারি করে বলা হয়েছে, তাদের নিয়ম অমান্য করায় রোমেরোদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে ক্লাব। ফুটবলারদের ক্ষতি সামলাতেই তাদের ফেরত পাঠিয়েছে আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: INDIA VS ENGLAND 2021: ম্যাঞ্চেস্টারে বাদ পড়তে পারেন রাহানে, বুমরাকে বিশ্রামের ভাবনা

মার্টিনেজের বদলে তিন কাঠির নীচে থাকবেন হুয়ান মুসো। রোমেরোর পরিবর্তে খেলবেন পেজ্জেল্লা, লো সেলসোর বদলে খেলবেন পারেদেস। টানা ২১ ম্যাচ অপরাজিত লিওনেল স্কালোনির ছেলেরা। কোপা আমেরিকায় বলিভিয়ার বিরুদ্ধে শেষ সাক্ষাতে ৪-১ গোলে জিতেছিলেন মেসিরা। ঘরের মাঠেও সেই ঝলক দেখাতে তৈরি কোপা চ্যাম্পিয়নরা।

Next Article