Ashes 2023: লর্ডসের লং রুমে ওয়ার্নার-খোয়াজার সঙ্গে ঝামেলার জের, ৩ সদস্যের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিল এমসিসি

MCC : ঐতিহ্যের অ্যাসেজ সিরিজ চলছে, আর বাড়তি উত্তেজনা থাকবে না তা-ও আবার হয় নাকি। লর্ডস টেস্টে বেয়ারস্টো যেভাবে রান আউট হয়েছিলেন, তার আঁচ মাঠ থেকে শুরু করে সর্বত্রই ছড়িয়েছিল।

Ashes 2023: লর্ডসের লং রুমে ওয়ার্নার-খোয়াজার সঙ্গে ঝামেলার জের, ৩ সদস্যের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিল এমসিসি
লর্ডসের লং রুমে ওয়ার্নার-খোয়াজার সঙ্গে ঝামেলার জের, ৩ সদস্যের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিল এমসিসিImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 03, 2023 | 3:32 PM

লর্ডস: অ্যাসেজের (Ashes 2023) দ্বিতীয় টেস্টের রেশ যেন কাটছেই না। ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জনি বেয়ারস্টোর (Jonny Bairstow) রান আউটের প্রভাব গিয়ে পড়ে লর্ডসের লং রুমে। এমসিসি কিন্তু লর্ডসের লং রুমে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তা ভালোভাবে নেয়নি। ঘটনাটি ঠিক কী? আসলে জনি বেয়ারস্টো আউট হওয়ার পর যখন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা লাঞ্চ বিরতিতে মাঠ ছেড়ে লং রুমের ভেতর দিয়ে ড্রেসিংরুমে যাচ্ছিলেন, তখন সেখানে উপস্থিত কেউ কেউ তাঁদের উদ্দেশে প্রতারক বলে চিৎকার করেন। সাধারণত এমসিসির (MCC) সদস্যরাই লং রুম থেকে খেলা দেখেন। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো ভাইরাল। যেখানে দেখা গিয়েছে ডেভিড ওয়ার্নার ও উসমান খোয়াজার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এমসিসির কয়েকজন সদস্য। এই ঘটনার জেরে কড়া সিদ্ধান্ত নিল এমসিসি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ঐতিহ্যের অ্যাসেজ সিরিজ চলছে, আর বাড়তি উত্তেজনা থাকবে না তা-ও আবার হয় নাকি। লর্ডস টেস্টে বেয়ারস্টো যেভাবে রান আউট হয়েছিলেন, তার আঁচ মাঠ থেকে শুরু করে সর্বত্রই ছড়িয়েছিল। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, লং রুমে যখন লাঞ্চ বিরতিতে অজি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা যাচ্ছিলেন সেই সময় সেখানে উপস্থিত কয়েকজন এমসিসির সদস্যদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় উসমান খোয়াজা ও ডেভিড ওয়ার্নারের। এরপর অজি ক্রিকেট দলের পক্ষ থেকে এমসিসিকে ঘটনাটির তদন্ত করার অনুরোধ জানানো হয়। এমসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে তিন সদস্যকে চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের নির্বাসিত করা হয়েছে। এই বিষয়ে তদন্ত চলাকালীন তাঁরা লর্ডসে প্রবেশ করতে পারবেন না। ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেছে এমসিসি।

এই মুহূর্তে ২-০ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এজবাস্টনে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া ২ উইকেটে জিতেছিল। এ বার লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৩ রানে জিতেছে অস্ট্রেলিয়া। অ্যাসেজের তৃতীয় টেস্ট শুরু হবে ৬ জুলাই থেকে।