খেতাবের আরও কাছে আতলেতিকো মাদ্রিদ

৩৬ ম্যাচে ৮০ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষে রয়েছেন সুয়ারেজরা।

খেতাবের আরও কাছে আতলেতিকো মাদ্রিদ
সৌজন্যে-টুইটার
Follow Us:
| Updated on: May 13, 2021 | 4:29 PM

মাদ্রিদ: লা লিগার (La Liga) খেতাবি দৌড়ে আরও কাছে আতলেতিকো মাদ্রিদ (Atletico Madrid)। রিয়াল সোসিয়াদাদকে (Real Sociedad) ২-১ গোলে দিয়েগো সিমিওনের ছেলেরা। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের থেকে ব্যবধান অনেকটাই বাড়িয়ে নিল আতলেতিকো মাদ্রিদ। ৭ বছর বাদে ফের লা-লিগা জয়ের দোরগোড়ায় আতলেতিকো।

ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় আতলেতিকো মাদ্রিদ। খেলার ১৬ মিনিটে ইয়ান্নিক কারাসকোর গোলে শুরুতে এগিয়ে যায় আতলেতিকো মাদ্রিদ  ২৮ মিনিটে আর্জেন্তাইন স্ট্রাইকার অ্যাঞ্জেল কোরেয়া ব্যবধান ২-০ করেন। ৮৩ মিনিটে ইগরের গোলে ব্যবধান কমায় রিয়াল সোসিয়াদাদ। ম্যাচ জয়ের পর আতলেতি কোচ দিয়েগো সিমিওনে বলেন, ‘প্রথমার্ধে আমরা দুরন্ত খেলি। দ্বিতীয়ার্ধে আমরা বেশ কয়েকটি সুযোগ নষ্ট করি।’ বিগ জয়ের সামনে দাঁড়িয়েও অবশ্য উত্তেজনায় ভুগতে নারাজ আতলেতিকো শিবির। বরং লক্ষ্য স্থির রেখেই খেতাব জিততে মরিয়া তারা।

৩৬ ম্যাচে ৮০ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষে রয়েছেন সুয়ারেজরা। সমসংখ্যক ম্যাচে ৭৬ পয়েন্ট সংগ্রহ করে ২ নম্বরে রয়েছে বার্সেলোনা। ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। আজ রাতে গ্রানাডার বিরুদ্ধে ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রিদের। জিতলেই বার্সাকে টপকে ২ নম্বরে উঠে আসবে রিয়াল।

আরও পড়ুন: চেলসির ‘ওয়েক আপ কল’