AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাহানের ভারতকে ওড়াচ্ছেন ল্যাঙ্গার-ওয়ার্ন

ক্রিসমাস উইকএন্ডে ওরা আমাদের থেকে বেশি স্বস্তিতে থাকবে না। বলছেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার। টিম ইন্ডিয়াকে হুঙ্কার শেন ওয়ার্নের।

রাহানের ভারতকে ওড়াচ্ছেন ল্যাঙ্গার-ওয়ার্ন
দ্বিতীয় টেস্টের আগে হুঙ্কার দিচ্ছেন শেন ওয়ার্নের।
| Updated on: Dec 24, 2020 | 5:58 PM
Share

TV9 বাংলা ডিজিটাল – এক জন বলছেন, ভারতের ৩৬ রানে বিপর্যয়ের জন্য সহানুভূতি আছে। আর এক জনের ভবিষদ্বাণী, মেলবোর্নেও মুখ থুবড়ে পড়বে ভারতীয় (India) টিম। ক্রিসমাসের পর দিন, ২৬ ডিসেম্বর মেলবোর্নে (Melbourn) দ্বিতীয় টেস্ট খেলতে নামছে অজিঙ্ক রাহানের টিম। তার আগে ব্যাপক চাপে রয়েছেন তাঁরা। সেই চাপকেই যেন আরও বাড়িয়ে দিতে চাইছেন দুই অস্ট্রেলিয়ান। প্রথম জন, স্মিভ স্মিথদের কোচ জাস্টিন ল্যাঙ্গার, আর দ্বিতীয় জন শেন ওয়ার্ন (Shane Warne)।

আরও পড়ুন – ভারতীয় টিম ম্যানেজমেন্ট নিয়ে বিস্ফোরক অভিযোগ গাভাসকরের

ল্যাঙ্গার কোনও রাখঢাক না করেই বলেছেন, ‘ভারত কী অবস্থায় রয়েছে, সেটা দেখাটা আমার কাজ নয়। আমি নিজেও তো কম চাপে ছিলাম না। তবে, ভারতীয় টিমের জন্য সহানুভূতি রয়েছে। কিন্তু, এটা বলতে কোনও দ্বিধা নেই যে, ভারত যত বেশি চাপে থাকবে, ততই আমাদের সুবিধা। ক্রিসমাস উইকএন্ডে ওরা আমাদের থেকে বেশি স্বস্তিতে থাকবে না।’

ওয়ার্ন আবার বলে দিয়েছেন, ‘আমার তো মনে হয়, মেলবোর্নেও অস্ট্রেলিয়া উড়িয়ে দেবে ভারতকে।’ তাঁর যুক্তি, ‘লোকেশ রাহুল, শুভমন গিলরা টিমে ঢুকছে। রাহান, পূজারার মতো ক্লাস ব্যাটসম্যান আছে। কিন্তু মেলবোর্নের ড্রপ-ইন পিচে সামির না থাকাটা একটা বড় ফ্যাক্টর হতে পারে। সামি বলটা পিচে হিট করতে পারে। যেটা ভারতের একটা বড় সুবিধার জায়গা ছিল।’

আরও পড়ুন – ৩৬-এর বিপর্যয় ক্রিকেটাররা ভুলতে পারবে না: সচিন

বিরাট কোহলির না থাকাটা বাড়তি সুবিধা দিচ্ছে অস্ট্রেলিয়াকে। যা মেনে নিয়ে কোচ ল্যাঙ্গার বলছেন, ‘বিরাট ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। তার উপর আবার সামিকে পাচ্ছে না। এই দুটো ব্যাপার তো স্বাভাবিক ভাবেই কিছুটা সুবিধা দিচ্ছে। আমরা প্রথম দিন থেকে রাহানের উপর চাপ তৈরি করার চেষ্টা করব। ও এখন ভারতের নতুন ক্যাপ্টেন। সুতরাং, আসল লোকটাকেই তো টার্গেট করব।’ ওয়ার্ন অবশ্য ৩৬ রানে বিপর্যয়ের জন্য ভারতীয় ব্যাটসম্যানদের যত না দোষ দিচ্ছেন, তার থেকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন অজি পেসারদের। ‘অনেকেই ভারতীয়দের দোষ দেবেন, আমি কিন্তু তার থেকেও অনেক বেশি গুরুত্ব দেব অজি বোলারদের। সত্যি অসাধারণ পারফরম্যান্স করেছে ওরা।’