অস্ট্রেলিয়ান ওপেনের বোপান্নার পার্টনার ম্যাকলাচলান
ছেলেদের ডাবলসে অস্ট্রেলিয়ান বেন ম্যাকলাচলানকে নিয়ে নামবেন ভারতীয় টেনিস প্লেয়ার।
মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) আগে পার্টনার খুঁজে পেলেন রোহন বোপান্না (Rohan Bopanna)। ছেলেদের ডাবলসে অস্ট্রেলিয়ান বেন ম্যাকলাচলানকে নিয়ে নামবেন ভারতীয় টেনিস প্লেয়ার।
করোনা পর্ব কাটিয়ে প্রথম গ্র্যান্ড স্লামে নামার আগে বেশ চাপেই ছিলেন বোপান্না। তাঁর পার্টনার জোয়াও সোসা কোভিড পজিটিভ হওয়ার কারণে খেলতে আসতে পারেননি। ভারতীয় টেনিস প্লেয়ার কাকে নিয়ে নামবেন, বুঝতে পারছিলেন না। সবচেয়ে বেশি পড়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনের আগে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারান্টিনে পড়ে। প্র্যাক্টিসও করতে পারেননি। তবে বোপান্না ওই পর্বের মধ্যেই নতুন পার্টনার খোঁজার কাজটা শুরু করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত পেয়েও গেলেন।
আরও পড়ুন: ল্যাঙ্গারের কোচিং স্টাইলে ক্ষুব্ধ ক্রিকেটাররা
মিক্সড ডাবলসে রোহন বোপান্নার পার্টনার চিনের ডুয়ান ইংইং। অস্ট্রেলিয়ান ওপেনের ঠিক আগে মেলবোর্নে পার্কে এটিপি টুর্নামেন্টও আছে। যা প্রস্তুতি হিসেবে নিতে পারবেন বোপান্না। সেই টুর্নামেন্টে ফ্রেডেরিক নিয়েলমেনের ডাবলস খেলবেন ভারতীয় তারকা।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেনে গ্যালারিতে থাকবে ৩০ হাজার দর্শক
অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসে কখনও তৃতীয় রাউন্ডের বেশি এগোতে পারেননি বোপান্না। মিক্সড ডাবলসে অবশ্য ২০১৮ সালে ফাইনালে উঠেছিলেন। এ বারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। করোনার জন্য অনেক তারকাই নামছেন না। বোপান্না অবশ্য এ বারের অস্ট্রেলিয়ান ওপেনকে পাখির চোখ করছেন।