নীরজের এ বার খেলরত্ন পাওয়া উচিত, বলছেন বাইচুং ভুটিয়া

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Sep 29, 2021 | 11:29 AM

প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেন জাতীয় স্পোর্টস কমিটির সদস্যও। যাঁদের উপর দায়িত্ব খেলরত্ন কে পাবেন, তা ঠিক করা।

নীরজের এ বার খেলরত্ন পাওয়া উচিত, বলছেন বাইচুং ভুটিয়া
নীরজের এ বার খেলরত্ন পাওয়া উচিত, বলছেন বাইচুং ভুটিয়া

নয়াদিল্লি: টোকিও অলিম্পিকের (Tokyo Olympics) ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে প্রথম সোনা এনেছেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra)। তাঁরই এ বার খেলরত্ন পাওয়া উচিত। এমনই মনে করছেন বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেন জাতীয় স্পোর্টস কমিটির সদস্যও। যাঁদের উপর দায়িত্ব খেলরত্ন কে পাবেন, তা ঠিক করা।

ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রাক্তন স্ট্রাইকার বাইচুং বলেছেন, ‘এ বার কমিটির কাজটা বেশ কঠিন। তার কারণ, বেশ কিছু এমন প্লেয়ার আছে, যাদের এই পুরস্কার পাওয়া উচিত। তার পরও আমার মনে হয়, এ বারের ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাওয়া উচিত টোকিও অলিম্পিকে সোনাজয়ী অ্যাথলিট নীরজ চোপড়ার।’

সাইয়ের ৫৫তম গভর্নিং বডির সভায় হাজির ছিলেন বাইচুংও। সেখানে ছিলেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও। বাইচুং বলেছেন, ‘সভায় আমরা অনেক দিক নিয়ে আলোচনা করেছি, যা খেলাধুলোর উন্নতি করবে। ক্রীড়া সংস্কৃতির আরও উন্নতি করবে। তৃণমূলস্তরে যাতে আরও বেশি কোচ নিয়োগ করা যায়, সে দিকে নজর দেওয়া হচ্ছে। সেই সঙ্গে আমরা মাঠের দিকে নজর দেব, স্টেডিয়াম নয়। কারণ মাঠ থেকেই প্লেয়াররা উঠে আসে। সেই সঙ্গে নতুন প্রতিভা তুলে আনার জন্য আরও বেশি কোচ নিয়োগ করা হবে।’

মঙ্গলবার অনুরাগ ক্রীড়া বিজ্ঞান ও পারফরম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম। যাতে আগামী অলিম্পিকগুলো আরও ভালো পারফর্ম করতে পারে ভারত। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বলেছেন, ‘অলিম্পিকে আরও ভালো ফল করতে আমাদের সামনে তাকাতে হবে। আর তা করতে গেলে স্পোর্টস সায়েন্স ও হাই-পারফরম্যান্স কোচ নিয়োগ করতে হবে। ৩০০-র উপর নতুন কোচ নিয়োগ করা হবে। যাতে দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়।’

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla