চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি কারা?

Mar 19, 2021 | 6:03 PM

চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) শেষ আটের লড়াই শুরু হবে ৬ এপ্রিল।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি কারা?
সৌজন্যে-উয়েফা টুইটার

Follow Us

চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) শেষ আটের লড়াই শুরু হবে ৬ এপ্রিল। কোয়ার্টার ফাইনালে প্যারিস সাঁজার (PSG) মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ (Bayern Munich)। চ্যাম্পিয়ন্স লিগের সব থেকে সফল দল, ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের (Real Madrid) প্রতিপক্ষ হবে ছ’বারের চ্যাম্পিয়ন লিভারপুল (Liverpool)। অপর দিকে, বরুশিয়া ডর্টমুন্ডের মুখে নামবে ম্যাঞ্চেস্টার সিটি। তুচেলের দল চেলসির বিরুদ্ধে খেলা পোর্তোর। ২৯ মে, ইস্তানবুলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল।

শেষ আটের লড়াই:-

প্রথম কোয়ার্টার ফাইনাল: ম্যাঞ্চেস্টার সিটি বনাম বরুশিয়া ডর্টমুন্ড
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল: পোর্তো বনাম চেলসি
তৃতীয় কোয়ার্টার ফাইনাল: বায়ার্ন মিউনিখ বনাম পিএসজি
চতুর্থ কোয়ার্টার ফাইনাল: রিয়াল মাদ্রিদ বনাম লিভারপুল

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ৬ ও ৭ এপ্রিল। ফিরতি ম্যাচ ১৩ ও ১৪ এপ্রিল।

 

 

শেষ চারের লড়াই:-

প্রথম সেমিফাইনাল: প্রথম কোয়ার্টার ফাইনালের জয়ী বনাম তৃতীয় কোয়ার্টার ফাইনালে জয়ীর
দ্বিতীয় সেমিফাইনাল: দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের জয়ী বনাম চতুর্থ কোয়ার্টার ফাইনালে জয়ীর

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগ  ২৭ ও ২৮ এপ্রিল। দ্বিতীয় লেগ ৪ ও ৫ মে।

আরও পড়ুন: দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নকে উড়িয়ে শেষ চারে জারিন

Next Article