
কলকাতা: যুব ভারতী-কাণ্ডে জমা পড়ল তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন ওই কমিটিতে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীও। সেই কমিটির দেওয়া প্রাথমিক রিপোর্ট জমা পড়ল মঙ্গলবার। সেদিনের ঘটনার তদন্তে সিট গঠন করার পরামর্শ দিয়েছে ওই কমিটি। পাশাপাশি পুলিশের কাছে রিপোর্টও তলব করা হয়েছে।
গত শনিবার যুবভারতীতে উপস্থিত হয়েছিলেন লিওনেল মেসি। মাত্র ২০ মিনিট পরই মাঠ ছাড়তে হয় তাঁকে। এমন বিশৃঙ্খলা তৈরি হয় যে নিরাপত্তার কারণে মেসিকে দ্রুত সরিয়ে নিয়ে যেতে হয়। অভিযোগ ওঠে, রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের ভিড়ে মেসিকে দেখতেই পাননি দর্শকরা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে খালি হাতেই ফিরতে হয় দর্শকদের ক্ষোভের জেরে ভাঙচুর চলে স্টেডিয়ামে। সেই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি হয় তদন্ত কমিটি।
মুখ্যসচিব ও অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় জানিয়েছেন, ঘটনার দিন পুলিশের ভূমিকা কী ছিল, কীভাবে ব্যবস্থাপনা সাজানো হয়েছিল, কীভাবে চলছিল নজরদারি, সেই বিষয়ে রিপোর্ট দিতে হবে পুলিশকে। পুলিশ ও ক্রীড়া দফতরের কাছে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে। এছাড়া সিনিয়র পুলিশ অফিসারের নেতৃত্বে সিট গঠন করা হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব।
জলের বোতল কিভাবে মাঠে ঢুকল? অনুষ্ঠানের প্ল্যানিং কী ছিল? দায়িত্বে কারা ছিল? এই পুরো বিষয়টা জানাতে হবে রাজ্যের ক্রীড়া দফতর ও পুলিশকে।
ইতিমধ্যেই ওই ঘটনার জেরে কলকাতা হাইকোর্টে পরপর চারটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এমন একটি মামলা করেছেন। বৃহস্পতিবার সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।