AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CWG 2022, Day 8 Final Result: কমনওয়েলথের অষ্টম দিনে পদকের ছড়াছড়ি, জানেন কটি পদক এল ভারতে?

CWG 2022, Day 8 Full Winners List: অষ্টম দিনে সবথেকে ভালো কেটেছে ভারতীয় কুস্তিগিরদের। দেশকে হাফডজন পদক এনে দিয়েছেন সাক্ষী-বজরংরা।

CWG 2022, Day 8 Final Result: কমনওয়েলথের অষ্টম দিনে পদকের ছড়াছড়ি, জানেন কটি পদক এল ভারতে?
অষ্টম দিনের পদকের বর্ষণImage Credit: Twitter
| Edited By: | Updated on: Aug 06, 2022 | 11:18 AM
Share

বার্মিংহ্যাম: চলতি কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) অষ্টম দিনটা খুব ভালো কেটেছে ভারতীয় অ্যাথলিটদের। ৫ অগস্ট (বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের অষ্টম দিন), একাধিক ইভেন্টে নেমেছিলেন ভারতীয় অ্যাথলিটরা। ব্যাডমিন্টনে (Badminton) কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু, কিদাম্বি শ্রীকান্ত, লক্ষ্য সেনরা। টেবল টেনিসে মিশ্র ফল। তবে প্যারা টেবল টেনিসের ফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন ভাবিনা প্যাটেল। অন্যদিকে লন বল মেনস ফোরের ফাইনালে উঠেছে ভারত। ফলে সেখানেও এক পদক নিশ্চিত ভারতের (India)। হকিতে যদিও হারের মুখ দেখতে হয়েছে সবিতাদের। কিন্তু ব্রোঞ্জ পদকের সুযোগ থাকছে। ফাইনালে উঠতে না পেরে হতাশ করেছেন হিমা দাস। তবে অষ্টম দিনে সবথেকে ভালো কেটেছে ভারতীয় কুস্তিগিরদের। দেশকে হাফডজন পদক এনে দিয়েছেন সাক্ষী-বজরংরা।

এক নজরে দেখে নিন অষ্টম দিনে ভারতের জয়-হারের খতিয়ান —

ব্যাডমিন্টন

কোয়ার্টার ফাইনালে ত্রিশা-গায়েত্রী জুটি – মহিলাদের ডাবলসের রাউন্ড অব ১৬-র ম্যাচে, মরিশাসের জেমিমা সাং ফর লিউং-গানেশা মুনগড় জুটিকে ২-০ ব্যবধানে হারাল ভারতের ত্রিশা জলি-গায়েত্রী গোপীচাঁদ জুটি। ম্যাচের ফল ২১-২, ২১-৪ ত্রিশা-গায়েত্রীর পক্ষে।

কোয়ার্টার ফাইনালে শ্রীকান্ত – পুরুষদের সিঙ্গলসের শেষ ১৬-র ম্যাচে শ্রীলঙ্কার দুমিন্দু অ্যাবেউইকরামাকে ২-০ ব্যবধানে হারালেন কিদাম্বি শ্রীকান্ত। শ্রীলঙ্কান শাটলারকে স্ট্রেট গেমে ২১-৯, ২১-১২ হারালেন শ্রীকান্ত।

কোয়ার্টার ফাইনালে সিন্ধু – মহিলাদের সিঙ্গলসের রাউন্ড অব ১৬ এর ম্যাচে পিভি সিন্ধু স্ট্রেট গেমে হারালেন উগান্ডার হুসিনা কোবুগাবেকে। ম্যাচের ফল ২১-১০, ২১-৯ সিন্ধুর পক্ষে।

মহিলাদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন আকর্ষী কাশ্যপ। স্ট্রেট গেমে তিনি হারালেন ইভা কাতিরজিকে।

পুরুষদের ডাবলসে শেষ আটে সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি। পাকিস্তানের আলি মুরাদ-ইরফান ভাট্টি জুটিকে ২১-৮, ২১-৭ এর স্ট্রেট গেমে হারাল ভারতীয় জুটি।

অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইং জিয়াং লিনকে হারিয়ে ছেলেদের সিঙ্গলসের কোয়র্টার ফাইনালে লক্ষ্য সেন। ২১-৯, ২১-১৬ গেমে জিতলেন লক্ষ্য।

লন বলে ফাইনালে ভারতের পুরুষ দল

লন বলে আগেই ঐতিহাসিক পদক জিতেছে ভারতীয় মহিলাদের ফোর টিম। এ বার পালা ছেলেদের। ইংল্যান্ডকে ১৩-১২-তে হারিয়ে মেনস ফোর ফাইনালে উঠে গেল লন বল টিম। নিদেনপক্ষে রুপোর পদক নিশ্চিত।

কুস্তিতে ভারতের ফলাফল

কুস্তিতে পদকের ছড়াছড়ি। অষ্টম দিনে ঘণ্টা দুয়েকের মধ্যে ঝড়ের গতিতে তিনটি সোনা ও দুটি ব্রোঞ্জ জিতে নেয় ভারতের কুস্তি টিম। পদকের লড়াইয়ে ছিলেন বজরং পুনিয়া, দীপক পুনিয়া, সাক্ষী মালিক, অংশু মালিক, দিব্যা কাকরান এবং মোহিত গ্রেওয়াল। প্রথম গোল্ড মেডেল ম্যাচ হেরে যান অংশু। মেয়েদের ৫৭ কেজি বিভাগের ফাইনালে নাইজেরিয়ার ওডুনায়ো আদিকুওরোয়ের কাছে ৩-৭ ব্যবধানে হেরে রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয় হরিয়ানার কুস্তিগীরকে। নাইজেরিয়ার প্রতিপক্ষ দু’বারের কমনওয়েলথ গেমসে সোনাজয়ী। দাপটের সঙ্গে ফাইনাল ম্যাচ জিতে সোনা জেতেন বজরং পুনিয়া। ৬৫ কেজি বিভাগে ৯-২ ব্যবধানে কানাডিয়ান প্রতিপক্ষ লাচলান ম্যাকনিল উড়িয়ে দেন তিনি।

বজরংয়ের পর সাক্ষী মালিক। কুস্তিতে ফের এল সোনার পদক। মেয়েদের ৬২ কেজি বিভাগে কানাডার প্রতিপক্ষ অ্যানা গোডিনেজ গঞ্জালেসকে হারিয়ে সোনা জেতেন সাক্ষী। পুরুষদের ৮৬ কেজি ফ্রিস্টাইলের ফাইনালে দীপক পুনিয়ার প্রতিপক্ষ ছিলেন পাকিস্তানের মহম্মদ ইনাম। ৩-০ ব্যবধানে পাক প্রতিপক্ষকে হারিয়ে তৃতীয় সোনা জয়।

তিনটে সোনার পদক, একটি রুপোর পর, দিনের শেষে দুটি ব্রোঞ্জ কুস্তি থেকে এসেছে আরও দুটি পদক। মাত্র ২৬ সেকেন্ডে ‘ভিকট্রি বাই ফল’- এ ব্রোঞ্জ ম্যাচ জিতলেন দিব্যা কাকরান। মেয়েদের ৬৮ কেজি বিভাগের ব্রোঞ্জ পদকের ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিলেন টোঙ্গার টাইগার লিলি ককার লেমালিয়ার। পরের ব্রোঞ্জ ম্যাচ জেতেন মোহিত গ্রেওয়াল। জামাইকার অ্যারন জনসনকে হারান তিনি।

হকিতে হার সবিতাদের

মহিলাদের হকির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম কোয়ার্টারেই পিছিয়ে পড়ে ভারত। তবে লড়াই ছাড়েনি ভারতীয় দল। চতুর্থ কোয়ার্টারে বন্দনা কাটারিয়ার গোলে সমতায় ফেরে ভারত। নির্ধারিত সময়ে স্কোর লাইন ছিল ১-১। পেনাল্টি শুট আউটে ০-৩ হেরে যায় ভারত। তবে সেমিফাইনালে হারলেও, ব্রোঞ্জ পদকের সুযোগ থাকছে ভারতের সামনে। ব্রোঞ্জ পদকের ম্যাচে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

অ্যাথলেটিক্স

৪x৪০০ মিটার রিলের ফাইনালে ভারতের পুরুষ রিলে দল – পুরুষদের ৪x৪০০ মিটার রিলেতে রাউন্ড ১ এর হিট-২ তে দ্বিতীয় স্থানে শেষ করে ফাইনালে পৌঁছল ভারতের পুরুষ রিলে দল। ফাইনালে ওঠা ভারতের ৪x৪০০ মিটার রিলে দলের সদস্যরা হলেন, মহম্মদ আনিস ইয়াহিয়া, নোয়া নির্মল টম, মহম্মদ আজমল ভারিয়াথোডি এবং অমজ জ্যাকব।

লং জাম্পের ফাইনালের যোগ্যতা অর্জনে ব্যর্থ অ্যান্সি সোজান এডাপিল্লি – মেয়েদের লং জাম্পে যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ-এ-তে সপ্তম স্থানে শেষ করলেন অ্যান্সি সোজান এডাপিল্লি। খুব অল্পের জন্য ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারলেন না অ্যান্সি সোজান এডাপিল্লি।

ফাইনালে উঠতে পারলেন না হিমা – ২০০ মিটারে সেমিফাইনালেই ছিটকে গেলেন হিমা দাস। সেমিফাইনালে তিনটি গ্রুপে ৮ জন করে প্রতিযোগী ছিলেন। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই সরাসরি ফাইনালে যোগ্যতা অর্জন করতেন। তিনটি গ্রুপ মিলিয়ে তৃতীয় স্থানে থাকাদের মধ্যে সেরা দুজন তাদের সঙ্গে যোগ দিতেন। সেমিফাইনাল ২ গ্রুপে তিন নম্বরে শেষ করেন হিমা। তবে সেমিফাইনালে ১ এবং ৩-এ যে দুজন অ্যাথলিট তিন নম্বরে শেষ করেছিলেন, সেই দুজন ফাইনালে উঠলেন।

টেবল টেনিস

মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালেই বিদায় মণিকা বাত্রা-সাথিয়া জুটির। মিক্সড ডাবলসের সেমিফাইনালে অচিন্ত্য শরথকমল-সৃজা আকুলা জুটি। মেয়েদের ডাবলসে শেষ ১৬ প্রি-কোয়ার্টার ফাইনালে সৃজা আকুলা-রিথ টেনিসন জুটি। পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে বিদায় হরমীত দেশাই-সানিল শেট্টি জুটির। পুরুষদের ডাবলসে সেমিফাইনালে উঠল অচন্ত শরথ কমল-সাথিয়ান জুটি। মহিলাদের সিঙ্গলসে সেমিফাইনালে উঠলেন সৃজা আকুলা। মহিলাদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে বিদায় অভিজ্ঞ মণিকা বাত্রার। পুরুষদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে উঠলেন শরথ কমল। পুরুষদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে উঠলেন সানিল শেট্টি।

কোয়ার্টার ফাইনালে শ্রীকান্ত – পুরুষদের সিঙ্গলসের শেষ ১৬-র ম্যাচে শ্রীলঙ্কার দুমিন্দু অ্যাবেউইকরামাকে ২-০ ব্যবধানে হারালেন কিদাম্বি শ্রীকান্ত। শ্রীলঙ্কান শাটলারকে স্ট্রেট গেমে ২১-৯, ২১-১২ হারালেন শ্রীকান্ত।

মনিকা-দিয়া জুটির জয় – মহিলাদের ডাবলসের রাউন্ড অব ৩২ এর ম্যাচে জিতলেন মনিকা বাত্রা-দিয়া চিতলে। ত্রিনিদাদ ও টোবাগোর চুং রেহন-স্পাইসার ক্যাথেরাইন জুটিকে ৩-০ ব্যবধানে হারাল মনিকা-দিয়া। তিন গেমের ফল ১১-৫, ১১-৭, ১১-২ মনিকা-দিয়াদের পক্ষে।

রীথ টেনিসনের হার – মহিলাদের সিঙ্গলসের শেষ-১৬র ম্যাচে সিঙ্গাপুরের তিয়ানওয়েই ফেংয়ের কাছে ৪-১ ব্যবধানে হেরে গেলেন রীথ টেনিসন। ম্যাচের ফল ১১-২, ১১-৪, ৯-১১, ১১-৩, ১১-৪ সিঙ্গাপুরের প্যাডলারের পক্ষে।

প্যারা টেবল টেনিস

প্যারা টেবল টেনিসে মহিলাদের সিঙ্গলসের ক্লাস ৩-৫ বিভাগের ফাইনালে ভাবিনা প্যাটেল। সেমিফাইনালে ইংল্যান্ডের সু বেইলিকে ৩-০ ব্যবধানে হারালেন ভাবিনা। মহিলাদের সিঙ্গলসের ক্লাস ৩-৫ বিভাগের সেমিফাইনাল ম্যাচের তিন গেমের ফল ১১-৬, ১১-৬, ১১-৬ ভাবিনার পক্ষে।