AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CWG 2022-Cricket: ভারত-অস্ট্রেলিয়া ঐতিহাসিক ম্যাচ দিয়ে কমনওয়েলথ গেমসে মেয়েদের ক্রিকেট অভিষেক

Commonwealth Games 2022: ভারতীয় শিবিরে কোভিড কিছুটা হলেও প্রস্তুতিতে ব্যাঘাত ঘটিয়েছে। সব ভুলে জয় দিয়ে টুর্নামেন্ট শুরুই লক্ষ্য।

CWG 2022-Cricket: ভারত-অস্ট্রেলিয়া ঐতিহাসিক ম্যাচ দিয়ে কমনওয়েলথ গেমসে মেয়েদের ক্রিকেট অভিষেক
অনুশীলনে ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর।Image Credit: TWITTER
| Edited By: | Updated on: Jul 29, 2022 | 7:30 AM
Share

বার্মিংহ্যাম : কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) মেয়েদের ক্রিকেটের অভিষেক। শুরুতেই মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। বিশ্ব ক্রিকেটের দুই শক্তিশালী দেশের ম্যাচ দিয়ে নতুন পথ চলা শুরু। স্বাভাবিকভাবেই উত্তেজনায় ফুটছেন দু দেশের ক্রিকেটাররা। গ্রুপ এ-তে ভারতের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, বার্বাডোজ এবং পাকিস্তান। সোনার পদক জয়ের অন্যতম দাবিদার ভারত এবং অস্ট্রেলিয়া। ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) চাইছেন শুরুটা ভালো হোক। একই প্রত্যাশা অস্ট্রেলিয়া অধিনায়ক মেগ ল্যানিংয়েরও (Meg lanning)। খাতায় কলমে দু দলই সমান শক্তিশালী। অভিজ্ঞতায় কিছুটা হলেও এগিয়ে অস্ট্রেলিয়া। ভারতীয় শিবিরে কোভিড কিছুটা হলেও প্রস্তুতিতে ব্যাঘাত ঘটিয়েছে। সব ভুলে জয় দিয়ে টুর্নামেন্ট শুরুই লক্ষ্য।

ঐতিহাসিক ম্যাচের আগে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর বলছেন, ‘প্রথম বার কোনও মাল্টি ইভেন্টের প্রতিযোগিতায় নামছি। আমাদের কাছে নতুন অভিজ্ঞতা। এখানে প্রতিটি ম্যাচই জেতা গুরুত্বপূর্ণ। তবে তার জন্য শুরুটা ভালো হওয়া আরও বেশি প্রয়োজন। প্রথম ম্যাচ জিতলে বাকি ম্যাচগুলির জন্য বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যায়। পাকিস্তান, বার্বাডেজ ম্যাচটাও সমান গুরুত্ব পাবে আমাদের কাছে। তবে প্রতিটা ম্যাচ ধরে এগতে চাই।’ কমনওয়েলথ গেমসে ক্রিকেটের সব ম্যাচই হবে এজবাস্টন স্টেডিয়ামে। এই ভেন্যুতে আগে কখনও খেলেনি ভারতীয় মহিলা ক্রিকেট দল। তাতে কোনও অসুবিধা দেখছেন না হরমন। বলছেন, ‘আমরা এখানে খেলিনি। তবে ইংল্যান্ডের প্রায় সব পিচই একরকম। মাঠে গিয়েছিলাম। যদিও পিচ দেখার সুযোগ পাইনি। নেটে কিছুটা সময় কাটিয়েছি। প্রত্যাশা করছি ব্যাটিং সহায়ক পিচ হবে। আবহাওয়ার জন্য বোলারদের জন্যও কিছুটা সহায়তা থাকবে বলা যায়।’

অস্ট্রেলিয়া শিবিরও মুখিয়ে রয়েছে এই ম্যাচের জন্য। ভারতীয় দলের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জের সামনে পড়তে হবে, এ বিষয়ে নিশ্চিত তারা। ভারতীয় ব্যাটিং লাইন আপে স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, যস্তিকা ভাটিয়া, হরমনপ্রীত কউররা রয়েছেন। বোলিং আক্রমণও সমীহ করার মতোই। অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার তাহিলা ম্যাকগ্রা বলছেন, ‘টি ২০ ফরম্যাটে কাউকে এগিয়ে পিছিয়ে রাখা যায় না। কঠিন একটা প্রতিযোগিতা হতে চলেছে। আর শুরুতেই ভারতের বিরুদ্ধে নামা আরও বড় চ্যালেঞ্জ। তবে আমরাও প্রস্তুত।’

ভারত বনাম অস্ট্রেলিয়া, দুপুর ৩.৩০, সোনি স্পোর্টস, লাইভ আপডেটের জন্য নজর রাখুন টিভি নাইন বাংলায়