Cricket: ৯.৪ ওভার, ০ রান ৮ উইকেট সাবাড়! শিরোনামে এক শ্রীলঙ্কান ক্রিকেটার

শ্রীলঙ্কান কিংবদন্তি মুথাইয়া মুরলীধরনের দেশের উঠতি বোলার ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে। সেলভাসকরনের আদর্শ অজি তারকা বোলার নাথান লিয়ঁ। হিন্দু স্কুল কলম্বোতে পড়া সেলভাসকরন জানিয়েছে, তার প্রিয় ক্রিকেটার নাথান লিয়ঁ। সে তাঁর মতো বল করতে চায়। এবং ১৯ বছর বয়সে শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে খেলতে চায়।

Cricket: ৯.৪ ওভার, ০ রান ৮ উইকেট সাবাড়! শিরোনামে এক শ্রীলঙ্কান ক্রিকেটার
Cricket: ৯.৪ ওভার, ০ রানে ৮ উইকেট সাবাড়! শিরোনামে এক শ্রীলঙ্কান ক্রিকেটার
Follow Us:
| Edited By: | Updated on: Nov 30, 2023 | 12:10 PM

কলম্বো: এক, দুই নয় কোনও রান না দিয়ে মোট ৮টি উইকেট তুলে নিয়ে শোরগোল ফেলে দিলেন এক শ্রীলঙ্কান (Sri Lanka) বোলার। ক্রিকেট বিশ্ব এই ঘটনায় চমকে গিয়েছে। এই বোলারের বয়স মাত্র ১০। ঘটনাটি ঘটেছে কলম্বোর এক স্কুলের অনূর্ধ্ব-১৩ ডিভিশন-২ এর ম্যাচে। একা হাতেই নিজের স্কুলকে ওই ম্যাচ জিতিয়েছেন শ্রীলঙ্কার বছর দশেকের ছেলে সেলভাসকরন ঋষিউধন (Selvasakaran Rishiyudhan)। তিনি নিজের আদর্শ মনে করেন অজি তারকা নাথান লিয়ঁকে। কীভাবে ০ রানে ৮ উইকেট সাবাড় করলেন ঋষি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

হিন্দু স্কুল কলম্বোর হয়ে অসাধারণ বোলিং করে নজর কেড়ে নিয়েছে সেলভাসকরন। বছর দশেকের সেলভাসকরন ৯.৪ ওভার বল করে এমডিএইচ জয়বর্ধনে এমভির বিরুদ্ধে কোনও রান না দিয়ে আটটি উইকেট তুলে নেয়। এই দাপুটে বোলিংয়ের সুবাদে মাত্র ২৮ রানে অল আউট হয়ে যায় হিন্দু স্কুল কলম্বোর প্রতিপক্ষ এমডিএইচ জয়বর্ধনে এমভি।

শ্রীলঙ্কান কিংবদন্তি মুথাইয়া মুরলীধরনের দেশের উঠতি বোলার ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে। সেলভাসকরনের আদর্শ অজি তারকা বোলার নাথান লিয়ঁ। হিন্দু স্কুল কলম্বোতে পড়া সেলভাসকরন জানিয়েছে, তার প্রিয় ক্রিকেটার নাথান লিয়ঁ। সে তাঁর মতো বল করতে চায়। এবং ১৯ বছর বয়সে শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে খেলতে চায়। পাশাপাশি বছর দশেকের সেলভাসকরন জানিয়েছে, সে ছয় ধরনের ডেলিভারি জানে। তার মধ্যে রয়েছে – অফ-স্পিন, লেগ-স্পিন, ক্যারাম বল, লুপ, ফ্ল্যাট লুপ ও ফাস্ট বল।