1983 World Cup: উচ্চ যেথা শির…৮৩-র উদযাপনে ৩৫ ফুট উঁচুতে ষাটোর্ধ্ব কপিলরা
৮৩-র বিশ্বকাপ (1983 World Cup) জয়ের ৪০ বছর পূর্তিতে কপিল দেব ও তাঁর বিশ্বকাপজয়ী দলের সতীর্থরা এক অভিনব সেলিব্রেশন করলেন।
নয়াদিল্লি : কপিল দেবের (Kapil Dev) হাত ধরে আজ থেকে ৪০ বছর আগে ভারতে এসেছিল প্রথম বিশ্বকাপ। ক্রিকেটের মক্কায় ১৯৮৩ সালের ২৫ জুন ইতিহাস গড়েছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলেন কপিল দেবরা। ৮৩-র বিশ্বকাপ (1983 World Cup) জয়ের ৪০ বছর পূর্তিতে কপিল দেব ও তাঁর বিশ্বকাপজয়ী দলের সতীর্থরা এক অভিনব সেলিব্রেশন করলেন। ৩৫ হাজার ফুট উচুঁতে এক বিমানে বসে সেলিব্রেশনে মাতলেন ষাটোর্ধ্ব কপিলরা। বিশ্বকাপজয়ী দলের সদস্য কীর্তি আজাদ তাঁর সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো শেয়ার করেছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
৮৩-র বিশ্বকাপ জয়ের উদযাপনে ৩৫ ফুট উঁচুতে ষাটোর্ধ্ব কপিল-সানিরা
একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে ৮৩-র বিশ্বকাপজয়ী সদস্যদের নিয়ে ‘জিতেঙ্গে হাম’ নামের একটি প্রচার অভিযান চলছে। তার জন্যই কপিল দেব, সুনীল গাভাসকর, রজার বিনি, সৈয়দ কিরমানিরা জড়ো হয়েছিলেন। ২০২৩ সালের বিশ্বকাপের আগে ভারতের সমর্থকদের উৎসাহিত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিল দেব জানান, আসন্ন ওডিআই বিশ্বকাপে ভারতের জন্য এই প্রচার করতে পেরে তাঁরা সম্মানিত বোধ করছেন। একইসঙ্গে কপিল জানান, ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের পিছনে যে একতা এবং অদমনীয় সাহস ছিল, সেটাই এই প্রচারের মাধ্যমে তুলে ধরা হবে। তিনি আরও জানান, সাফল্যের একমাত্র পরিমাপ ফলাফল দিয়ে করা যায় না। তার পিছনে যে পরিশ্রম জড়িয়ে থাকে সেটাই আসল।
৮৩-র বিশ্বকাপজয়ী দলের সদস্য রজার বিনি এখন বিসিসিআই সভাপতি। তিনি বলেন, ‘১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য হতে পারার জন্য আমি গর্বিত। আমরা বিশ্বাস করি যে, এখনকার ক্রিকেটারদের মধ্যেও ট্রফি জেতার সমস্ত সম্ভাবনা রয়েছে। ওদের উদ্বুদ্ধ করতে চাই আমরা। ফের সময় এসেছে একটা ইতিহাস গড়ার।’
The World Cup champion 1983 team travelling together to celebrate our 40th anniversary victory on 25th June, 35,000 feet up in the air. We are proud Indians and love India Bharat Mata Ki Jai @therealkapildev @RaviShastriOfc @BCCI @JayShah pic.twitter.com/xR1VxFSbys
— Kirti Azad (@KirtiAzaad) June 25, 2023