T20 World Cup 2022: পরের বিশ্বকাপের কাউন্টডাউন শুরু, ফাইনাল মেলবোর্নে

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Nov 16, 2021 | 2:48 PM

অস্ট্রেলিয়ায় (Australia) ৭ শহরে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময়ের মধ্যে ৭ শহরে মোট ৪৫টা ম্যাচ আয়োজিত হবে। ১৬ অক্টোবর থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল ১৩ নভেম্বর। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, ব্রিসবেন, গিলং, হোবার্ট, পারথ্, সিডনি আর মেলবোর্নে হবে খেলাগুলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে মেলবোর্নে (MCG)।

T20 World Cup 2022: পরের বিশ্বকাপের কাউন্টডাউন শুরু, ফাইনাল মেলবোর্নে
টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছবি: টুইটার

Follow Us

দুবাই: এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই পরের বিশ্বকাপের রোডম্যাপ তৈরি হয়ে গেল। আর ১১ মাস বাদে ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup 2022)। তবে এ বার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ক্যাঙ্গারুর দেশে। বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেল।

অস্ট্রেলিয়ায় (Australia) ৭ শহরে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময়ের মধ্যে ৭ শহরে মোট ৪৫টা ম্যাচ আয়োজিত হবে। ১৬ অক্টোবর থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল ১৩ নভেম্বর। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, ব্রিসবেন, গিলং, হোবার্ট, পারথ্, সিডনি আর মেলবোর্নে হবে খেলাগুলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে মেলবোর্নে (MCG)।

 

গত বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে তা স্থগিত হয়ে যায়। প্রথম বার অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সুপার টুয়েলভে অটোমেটিক্যালি কোয়ালিফাই করেছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, আফগানিস্তান। কোয়ালিফাইং রাউন্ড খেলতে হবে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, নামিবিয়াকে। এই চার দেশ এ বার সুপার টুয়েলভে খেলেছিল। কিন্তু পরের বছর তাদের কোয়ালিফাইং রাউন্ডে খেলেই সুপার টুয়েলভে যোগ্যতা অর্জন করতে হবে।

 

আরও পড়ুন: World Cup Qualifiers: সান মারিনোকে ১০ গোল দিয়ে বিশ্বকাপে হ্যারি কেনরা

Next Article