AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

World Cup Qualifiers: সান মারিনোকে ১০ গোল দিয়ে বিশ্বকাপে হ্যারি কেনরা

১০ ম্যাচে ২৬ পয়েন্ট সংগ্রহ করে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলল ইংল্যান্ড। ১৯৬৪ সালে শেষ বার ১০ গোলে জিতেছিল ইংল্যান্ড। সে বার মার্কিন যুক্তরাষ্ট্রকে ১০ গোলের মালা পরায় থ্রি লায়ন্স। ১৮৮২ সালে আয়ারল্যান্ডকে ১৩-০ গোলে হারিয়েছিল ইংল্যান্ড।

World Cup Qualifiers: সান মারিনোকে ১০ গোল দিয়ে বিশ্বকাপে হ্যারি কেনরা
ইংল্যান্ডের জয়। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Nov 16, 2021 | 2:41 PM
Share

সান মারিনো: সান মারিনোকে ১০ গোল দিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলল ইংল্যান্ড (England)। অ্যাওয়ে ম্যাচে দাপুটে পারফরম্যান্স হ্যারি কেনদের (Harry Kane)। একাই চার গোল করলেন ইংল্যান্ডের অধিনায়ক।

গ্রুপের শীর্ষে শেষ করেই বিশ্বকাপের টিকিট কনফার্ম করে ফেলল ইংল্যান্ড। খেলার শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে গ্যারেথ সাউথগেটের (Gareth Southgate) ছেলেরা। ৬ মিনিটে হ্যারি ম্যাগুয়েরের গোল দিয়ে শুরু। ১৫ মিনিটে ফিলিপো ফ্যাব্রির আত্মঘাতী গোলে ২-০ এগিয়ে যায় ইংল্যান্ড। ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন হ্যারি কেন। চার মিনিট বাদে নিজের দ্বিতীয় গোল করেন ইংল্যান্ডের অধিনায়ক। ৩৯ মিনিটে ফের পেনাল্টি পায় ইংল্যান্ড। সেখান থেকে গোল করে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করে ইংল্যান্ড। ৩ মিনিট বাদে আবার গোল। স্কোরারের নাম সেই হ্যারি কেন। প্রথমার্ধে ৬-০ এগিয়ে থেকেই লকাররুমে যান সাউথগেটের ছেলেরা।

দ্বিতীয়ার্ধে বল গড়ানো শুরু হতেই ফের ঝড় তোলে ইংল্যান্ড। ৫৮ মিনিটে এমিল স্মিথ রো গোল করেন। ৬৯ মিনিটে ব্যবদান ৮-০ করেন টাইরন মিংস। ৭৮ মিনিটে ট্যামি আব্রাহাম গোল করে ব্যবধান ৯-০ করেন। ১ মিনিট সান মারিনোর কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন বুকায়ো সাকা।

১০ ম্যাচে ২৬ পয়েন্ট সংগ্রহ করে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলল ইংল্যান্ড। ১৯৬৪ সালে শেষ বার ১০ গোলে জিতেছিল ইংল্যান্ড। সে বার মার্কিন যুক্তরাষ্ট্রকে ১০ গোলের মালা পরায় থ্রি লায়ন্স। ১৮৮২ সালে আয়ারল্যান্ডকে ১৩-০ গোলে হারিয়েছিল ইংল্যান্ড।

আরও পড়ুন: India vs New Zealand 2021: বিশ্রামে উইলিয়ামসন, নেতৃত্বে সাউদি