মুম্বই: ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট মরসুম। তার আগেই বড় ধাক্কা। মুস্তাক আলি ট্রফি (Mushtaq Ali Trophy) খেলতে গুয়াহাটি যাওয়ার আগে বিমানবন্দরে করোনা (Covid 19) টেস্টের পর সংক্রমণ ধরা পড়ল মুম্বইয়ের (Mumbai) চার ক্রিকেটারের। মুম্বই ক্রিকেট সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গুয়াহাটিতে বোর্ডের বায়ো বাবলে যোগ দেওয়ার জন্য আজ সকালে বিমানবন্দরে পৌঁছেছিল মুম্বই দল। বোর্ডের নিয়ম অনুযায়ী গতকাল কোভিড টেস্ট হয়েছিল সব ক্রিকেটারের। তার ফল যখন এল ক্রিকেটাররা তখন বিমানবন্দরে। দ্রুত ওই চার ক্রিকেটারকে বাড়ি ফেরত্ পাঠানো হয়েছে। বাকিরা রওনা দেন গুয়াহাটির দিকে।
মুম্বই ক্রিকেটের দেওয়া তথ্য অনুযায়ী, সরফরাজ খান (Sarfaraz Khan), সামস মুলানি, প্রশান্ত সোলাঙ্কি ও সাইরাজ পালিত করোনা সংক্রমিত হয়েছেন। মুম্বই ক্রিকেট অ্যাসোশিয়েসন চিফ সিলেক্টর সলিল অঙ্কোলা জানিয়েছেন, “এটা আমাদের কাছে বড় ধাক্কা। এই চারজনই আমাদের প্রথম দলের ক্রিকেটার। তবে আশা করি খুব সমস্যা হবে না। প্রস্তুতি ভালো হয়েছে। যারা খেলবে তারা নিশ্চই সুযোগ কাজে লাগাতে পারবে। সংক্রমিত চার ক্রিকেটার লিগ পর্বের ম্যাচে খেলতে পারেব না। তাদের পরিবর্তে কারা মুম্বই দলের যোগ দেবে, সেই নাম আমরা দ্রুত জানিয়ে দেব।”
মুম্বই দলকে মুস্তাক আলি ট্রফিতে নেতৃত্বে দিচ্ছেন ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্কে রাহানে (Ajinkya Rahane)। কোচ প্রাক্তন ক্রিকেটার অমল মুজুমদার। ২০ জনের দল এখন ১৬ জনে এসে দাঁড়িয়েছে। গত বছরের করোনার জন্য ভারতীয় ঘরোয়া ক্রিকেটে একটাও টুর্নামেন্ট হয়নি। এ বার বায়ো বাবল তৈরি করে মুস্তাক আলি, বিজায় হাজারে ও রঞ্জি ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। কিন্তু শুরুর আগে মুম্বই শিবিরের এই ধাক্কা ভারতীয় বোর্ডের কাছে অল্যার্ম। বিসিসিআই ইতিমধ্যেই সব রাজ্য সংস্থাকে সতর্ক করেছে করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে।
আরও পড়ুন: T20 World Cup 2021: শো চলাকালীন শোয়েবকে অপমান টিভি চ্যানেলের সঞ্চালকের