T20 World Cup 2021: শো চলাকালীন শোয়েবকে অপমান টিভি চ্যানেলের সঞ্চালকের
ক্রিকেট জীবনে একের পর এক বিতর্কে পড়েছেন শোয়েব। যা নিয়ে চর্চাও কম ছিল না। এই নতুন বিতর্ক মেটাতে অবশ্য আসরে নেমেছেন প্রাক্তন পাক পেসার।
লাহোর: নতুন বিতর্কে শোয়েব আখতার (Shoaib Akhtar)। পাকিস্তান-নিউজিল্যান্ড (Pakistan vs New Zealand) ম্যাচের সময় পাকিস্তানের টিভি চ্যানেল পিটিভি নিউজের বিশেষ ক্রিকেট শো চলাকালীন হঠাৎই বেরিয়ে যান প্রাক্তন পেস বোলার। সঞ্চালক নুমান নিয়াজের সঙ্গে মতান্তরের কারণে। শো চলাকালীন শোয়েব অভব্য মন্তব্য করেছিলেন। যা মেনে নিতে পারেননি ওই সঞ্চালক। শোয়েবকে তিনি বলেন, আপনি চলে যেতে পারেন। অপমানিত শোয়েব শো ছেড়ে বেরিয়ে যান।
কী ঘটেছিল ওই অনুষ্ঠানে? নুমান জিজ্ঞেস করেছিলেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে গিয়ে কি সমস্যায় পড়বে বাবর আজমের টিম? যার সঙ্গে এক মত হতে পারেননি শোয়েব। কিন্তু প্রসঙ্গান্তরে চলে যান। তার বদলে তিনি হ্যারিস রউফকে নিয়ে কথা বলতে শুরু করেন। যা মানতে পারেননি নুমান। শোয়েবকে শো ছেড়ে চলে যেতে বলেন তিনি।
ক্রিকেট জীবনে একের পর এক বিতর্কে পড়েছেন শোয়েব। যা নিয়ে চর্চাও কম ছিল না। এই নতুন বিতর্ক মেটাতে অবশ্য আসরে নেমেছেন প্রাক্তন পাক পেসার। টুইটারে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। তারপরই আমার মনে হল, এ নিয়ে কিছু বলা দরকার। সঞ্চালক নোমান ভীষণ বিরক্তিকর এবং খারাপ আচরণ করে বলেছেন, শো ছেড়ে বেরিয়ে যান।’
Multiple clips are circulating on social media so I thought I shud clarify. pic.twitter.com/ob8cnbvf90
— Shoaib Akhtar (@shoaib100mph) October 26, 2021
শোয়েবের সঙ্গে ওই শো-তে ভিভিয়ান রিচার্ডস, ডেভিড গাওয়ার, রশিদ লতিফ, উমর গুল, আকিব জাভেদ, পাকিস্তানের মেয়েদের টিমের ক্যাপ্টেন সানা মীর ছিলেন। শোয়েব স্বাভাবসিদ্ধ ভঙ্গিতে মজা করছিলেন নুমানের সঙ্গে। সেখান থেকেই শুরু হয় দু’জনের সমস্যা। শোয়েব পুরো ব্যাপারটা থিতিয়ে দেওয়ার চেষ্টা করলেও তা শেষ পর্যন্ত হয়নি।
শোয়েব বলেছেন, ‘ভিভ রিচার্ডস, ডেভিড গাওয়ারদের মতো কিংবদন্তিদের সামনে যদি এই রকম ঘটনা ঘটে, মেনে নেওয়া যায় না। প্রায় পুরো দেশ ওই সময় টিভির সামনে বসেছিল। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করি। কিন্তু তা আর হয়নি। আমি নুমানের কাছে ক্ষমা চেয়েছিলাম, ও কিন্তু তা চায়নি। তারপর শো ছেড়ে বেরিয়ে আসা ছাড়া আমার অন্য কোনও পথ ছিল না।’
সাংবাদিক ও ক্রিকেট ঐতিহাসিক নুমান নিয়াজও টুইট করেছেন পাল্টা। তবে লিখেছেন, ‘আমি বুঝতে পারছি না, কেউ শোয়েব আখতারের মতো তারকাকে কেন রাখবে। ও তারকা ছিল, থাকবেও। দেশের প্রতি ওর দায়বদ্ধতা নিয়ে কোনও দিন প্রশ্ন উঠবে না। কিন্তু যে কোনও গল্পের দুটো দিক থাকে।’
After the break, they both try to sort out. Please see my earlier tweet when they exchanged harsh words during the live transmission. pic.twitter.com/kXA06Armxn
— Kamran Malik (@Kamran_KIMS) October 26, 2021
আরও পড়ুন: England vs Bangladesh Live Score, T20 World Cup 2021: লিভিংস্টোনের ফাঁদে পা দিয়ে আউট মুসফিকুর