IPL 2023 : আক্ষরিক অর্থেই কোটিপতি লিগ, ফাইনাল হারলেও ক্রিকেটারদের উপর ধনবর্ষা!
IPL 2023 Prize Money: আইপিএল ২০২৩-র ফাইনাল জিতলে বিজয়ী দলের উপর হবে টাকার বর্ষণ। ট্রফি না পেলেও আর্থিকভাবে লাভবান হবে রানার্স টিমও। এমনকী তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী টিমও মোটা অর্থের পুরস্কার পাবে বিসিসিআইয়ের তরফে।
কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়র লিগকে বলা হয় কোটিপতি লিগ (IPL 2023)। ২০০৮ সালে শুরু হওয়া আইপিএল আজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ। ১৫ বছর ধরে চলা আইপিএলে প্রতিবারই বিজয়ী দলের জন্য থাকে কোটি কোটি টাকার আর্থিক পুরস্কার। ট্রফি না পেলেও আর্থিকভাবে লাভবান হবে রানার্স টিমও। এমনকী তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী টিমও মোটা অর্থের পুরস্কার পাবে বিসিসিআইয়ের তরফে (IPL Prize Money)। ২০০৮ সালে প্রথম আইপিএলে প্রথম ট্রফি জয়ী রাজস্থান রয়্যালস টিম পেয়েছিল ৪.৮ কোটি টাকা। আজ ১৫ বছর পর পুরস্কারের অঙ্কটা বেড়ে হয়েছে ৪ গুণ। আজ রবিবার, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। ট্রফি যেই জিতুক, দুটি দলই আর্থিকভাবে লাভবান হবে। এ বারের আইপিএলে মোট কত টাকা পুরস্কারের ধার্য করা হয়েছে? কোন দল কত টাকা পাবে? TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে রইল বিস্তারিত।
২০২৩ আইপিএলে মোট প্রাইজমানির সংখ্যা হল ৪৬.৫ কোটি টাকা। সিএসকে বা গুজরাট টাইটান্সের মধ্যে যে দলই জিতুক, তারা ২০ কোটি টাকা আর্থিক পুরস্কার পাবে। ফাইনালে পরাজিত দলটি পাবে ১৩ কোটি টাকা। তৃতীয় স্থানাধিকারী টিমের ভাগ্যে রয়েছে ৭ কোটি এবং চতুর্থ নম্বর দল পাবে ৬.৫ কোটি টাকা। এছাড়া ব্যক্তিগত পুরস্কারের তালিকা রইল এখানে-
- অরেঞ্জ ক্যাপ (সর্বাধিক রান সংগ্রহকারী ক্রিকেটার) : ১৫ লাখ টাকা
- পার্পল ক্যাপ (সর্বাধিক উইকেট সংগ্রহকারী ক্রিকেটার) : ১৫ লাখ টাকা
- ইমার্জিং প্লেয়ার: ২০ লাখ টাকা
- মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার : ১২ লাখ টাকা
- গেম চেঞ্জার অব দ্য সিজন : ১২ লাখ টাকা
- সুপার স্ট্রাইকার অব দ্য সিজন : ১২ লাখ টাকা