Virat Kohli: আইপিএল থেকে লক্ষ্মীলাভে বিরাট কোহলিকে টেক্কা দিয়েছেন যে ৮ ক্রিকেটার

IPL: ২০২২ সালের মেগা নিলামের আগে আরসিবি ১৫ কোটি টাকা দিয়ে রিটেন করে রেখেছিল বিরাট কোহলিকে। আরসিবির এই সিদ্ধান্ত বিরাট কোহলিকে আইপিএল থেকে সর্বাধিক আয় করা ক্রিকেটারদের তালিকায় নয় নম্বরে নামিয়ে দিয়েছে।

Virat Kohli: আইপিএল থেকে লক্ষ্মীলাভে বিরাট কোহলিকে টেক্কা দিয়েছেন যে ৮ ক্রিকেটার
Virat Kohli: আইপিএল থেকে লক্ষ্মীলাভে বিরাট কোহলিকে টেক্কা দিয়েছেন যে ৮ ক্রিকেটার Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2023 | 9:35 AM

নয়াদিল্লি: আইপিএলের (IPL) জন্মলগ্ন থেকে বিরাট কোহলি (Virat Kohli) রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। ২০০৮ সাল থেকে আইপিএলে তাই বিরাটের ঠিকানা আরসিবি। এই আরসিবি (RCB) বিরাটকে অনেক কিছু দিয়েছে। এই আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে বিরাটের শুধু অধরা রয়েছে আইপিএল ট্রফি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে এক সময় সর্বাধিক আয় করা ক্রিকেটার ছিলেন বিরাট কোহলি। কিন্তু বর্তমানে তিনি আইপিএল থেকে সব চেয়ে বেশি আয় করা ক্রিকেটারদের তালিকায় শীর্ষে নেই। বরং তিনি এই তালিকায় রয়েছেন নয় নম্বরে। আইপিএলে বিরাটের থেকে বেশি আয় করা ক্রিকেটার কারা জানেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

২০১৮ সালে আরসিবি বিরাট কোহলিকে ১৭ কোটি টাকা দিয়ে রিটেন করে রেখেছিল। এরপর ২০২২ সালের মেগা নিলামের আগে আরসিবি ১৫ কোটি টাকা দিয়ে রিটেন করে রেখেছিল বিরাট কোহলিকে। আরসিবির এই সিদ্ধান্ত বিরাট কোহলিকে আইপিএল থেকে সর্বাধিক আয় করা ক্রিকেটারদের তালিকায় নয় নম্বরে নামিয়ে দিয়েছে।

এক ঝলকে দেখে নিন আইপিএলে বিরাট কোহলির থেকে বেশি আয় করা ৮ ক্রিকেটারকে —

১. স্যাম কারান – পঞ্জাব কিংসের তারকা অল রাউন্ডার ২০২৩ সালের আইপিএলের মিনি নিলামে সর্বাধিক দাম পেয়েছিলেন। তিনি আইপিএল থেকে পান ১৮.৫ কোটি টাকা।

২. ক্যামেরন গ্রিন – এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আর এক বিদেশি ক্রিকেটার, ক্যামেরন গ্রিন। মুম্বই ইন্ডিয়ান্স ২০২৩ সালের মিনি নিলামে ১৭.৫ কোটি টাকা দিয়ে কিনেছিল গ্রিনকে।

৩. লোকেশ রাহুল – ২০২২ সালের আইপিএলের মেগা নিলামে লোকেশ রাহুলকে ১৭ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। তাই তিনি এই তালিকার তিন নম্বরে রয়েছেন।

৪. বেন স্টোকস – চেন্নাই সুপার কিংস ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে ১৬.২৫ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল। তিনি ২০২৩ সালের আইপিএলে চেন্নাইয়ের হয়ে ২টি ম্যাচে খেলেছিলেন।

৫. রোহিত শর্মা – ২০২২ সালের মেগা নিলামে মুম্বই ইন্ডিয়ান্সের সেরা পছন্দের ক্রিকেটার ছিলেন রোহিত শর্মা। তাঁকে ১৬ কোটি টাকা দিয়ে নিয়েছিল এমআই। ২০২৩ সালেও সমপরিমাণ অর্থ পেয়েছেন রোহিত শর্মা।

৬. রবীন্দ্র জাডেজা – ২০২২ সালের আইপিএলের মেগা নিলামে রবীন্দ্র জাডেজাকে ১৬ কোটি দিয়ে দলে রাখে সিএসকে। ২০২৩ সালের আইপিএলেও সমপরিমাণ অর্থ পেয়েছেন জাডেজা।

৭. নিকোলাস পুরান – নিকোলাস পুরানকে ১৬ কোটি টাকা দিয়েছে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস।

৮. ঈশান কিষাণ – ২০২২ সালের আইপিএলের মেগা নিলামে ১৫ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে ঈশান কিষাণকে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। ২০২৩ সালে মুম্বই তাঁকে সমপরিমাণ অর্থ দিয়ে রিটেন করে রেখেছিল।