Shane Warne: মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আইপিএল আর রাজস্থানের গল্প বলেছিলেন ওয়ার্ন

ওয়ার্নের খুব কাছের বন্ধু টম হল জানিয়েছেন, বেশ কয়েক জনের সঙ্গে ডিনার সেরেছিলেন ওয়ার্ন। সেখানে হলও ছিলেন। ডিনারের পর হলকে তিনি তাঁর খেলোয়াড় জীবনের বেশ কয়েকটা জার্সি উপহার দিয়েছিলেন।

Shane Warne: মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আইপিএল আর রাজস্থানের গল্প বলেছিলেন ওয়ার্ন
Shane Warne: মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আইপিএল আর রাজস্থানের গল্প বলেছিলেন ওয়ার্ন (ছবি-টুইটার)

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 07, 2022 | 12:18 PM

মেলবোর্ন: মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও শেন ওয়ার্ন (Shane Warne) যথেষ্ট সুস্থ ছিলেন। বরাবরের মতো ক্রিকেট নিয়েই মজে ছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। শুধু তাই নয়, ২০০৮ সালে প্রথম আইপিএলে (IPL) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মেন্টর ও ক্রিকেটার হিসেবে যোগ দিয়েছিলেন ওয়ার্ন। টিমকে প্রথম আইপিএল জেতার স্বাদ দিয়েছিলেন। সেই গল্পই এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে করছিলেন। সেই সঙ্গে পাকিস্তান-অস্ট্রেলিয়া ক্রিকেট নিয়েও তীব্র আগ্রহ ছিল তাঁর। দীর্ঘদিন পর তাঁর দেশ আবার পাক সফরে গিয়েছে। প্রথম টেস্টের প্রথম দিনের খেলাও দেখছিলেন তিনি। যিনি কয়েক ঘণ্টা আগে ক্রিকেট নিয়ে ডুবে, অস্ট্রেলিয়ান স্পেশাল ডিশ দিয়ে খাবার সেরেছিলেন, সেই তিনিই যে আচমকা মারা যেতে পারেন, তা একেবারেই মানতে পারছেন না শিল্পী লেগস্পিনারের ঘনিষ্ঠমহল। শনিবার ময়নাতদন্তের পর জানা গিয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন ওয়ার্ন। তার পর থেকে প্রশ্ন উঠছে, তাঁর যে হার্টের সমস্যা ছিল, তা কি কেউ জানত না?

ওয়ার্নের খুব কাছের বন্ধু টম হল জানিয়েছেন, বেশ কয়েক জনের সঙ্গে ডিনার সেরেছিলেন ওয়ার্ন। সেখানে হলও ছিলেন। ডিনারের পর হলকে তিনি তাঁর খেলোয়াড় জীবনের বেশ কয়েকটা জার্সি উপহার দিয়েছিলেন। হল বলেছেন, ‘ওর প্রথম প্রশ্ন ছিল, অস্ট্রলিয়ার ম্যাচ দেখব কী করে? তাইল্যান্ডে ওই ম্যাচের টাইম কী হবে? আসলে ওয়ার্নের জীবনটা জুড়ে ছিল ক্রিকেট। টেস্ট ম্য়াচ শুরু হওয়ার পরই ও এক ছুটে ঘরে ঢুকে যায়। ফিরে আসে কয়েকটা জিনিস নিয়ে। ২০০৫ সালের অ্যাসেজ সিরিজের জার্সি, ২০০৮ সালের আইপিএলের জার্সি ছিল ওর হাতে। আমাকে সেটা উপহার দেয়।’

রাজস্থান টিম বরাবর ওয়ার্নের মনের খুব কাছের ছিল। হলের কথায়, ‘ফিরে এসে আমার হাতে জার্সি দুটো দেওয়ার পরই আইপিএলের গল্পে মেতে উঠেছিল। রাজস্থান টিমে তখন অনেক আজানা প্লেয়ার ছিল। তাদের নিয়ে কী ভাবে একটা টিম সাজিয়েছিল, তার গল্প শুনিয়েছিল। ওই আইপিএলের প্রথম ম্যাচটা হেরেছিল রাজস্থান। কিন্তু রাজস্থানের মালিককে বলেছিল, চিন্তা করো না, আমরা ঠিক এগোব। পরের ম্যাচেই জেতে রাজস্থান। শেষ পর্যন্ত প্রথম আইপিএলটাতে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থানই। এ সব আজানা গল্প ওর মুখে শুনছিলাম।’

বাড়তি ওজন চাপের হয়ে উঠেছিল ওয়ার্নের কাছে। সেটা ঝরানোর চেষ্টাও শুরু করে দিয়েছিলেন। কিন্তু তাঁর যে বুকে ব্যথা হচ্ছে, তা কেউই জানতেন না। এক বন্ধুকে বলেছিলেন শুধু। নিঃশ্বাসের সামান্য কষ্টও হচ্ছিল তাঁর। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দ্রুত চিকিৎসদের ডাকা হয়েছিল। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে। চিরকালের জন্য ঘুমিয়ে পড়েছেন ঘূর্ণি।

আরও পড়ুন: Shane Warne: ওয়ার্নের ঘরে রক্তের দাগ, রহস্য নাকি অন্য কোনও কারণ?