LSG IPL 2023 Auction : মিনি নিলামে অলরাউন্ডারের খোঁজে সুপার জায়ান্টস
Lucknow Super Giants: আইপিএলের মিনি অকশনে ফের জেসন হোল্ডারকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে সুপার জায়ান্টস। তেমনই তাদের নজরে থাকবে বেন স্টোকস, স্যাম কারান, ক্যামেরন গ্রিনের মতো অলরাউন্ডারের দিকেও।
লখনউ : পরবর্তী আইপিএলের জন্য মিনি নিলাম হবে ২৩ ডিসেম্বর। গত সংস্করণ থেকে দল বেড়েছে আইপিএলে। নতুন দুই ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স এবং লখনউ সুপার জায়ান্টসের অভিষেক হয়েছিল। অভিষেক আইপিএলেই চ্য়াম্পিয়ন হয় টাইটান্স। লখনউ সুপার জায়ান্টসও অভিষেক আইপিএলে ধারাবাহিকতা দেখিয়েছে। এ বার প্রত্যাশা থাকবে আরও শক্তিশালী স্কোয়াড গড়া এবং ভালো ফল করা। তাদের স্কোয়াডে ১৫ জনকে রিটেন করা হয়েছে। মিনি নিলামে লখনউ সুপার জায়ান্টসের পরিকল্পনা কী হতে পারে, খোঁজে TV9Bangla।
লখনউ সুপার জায়ান্টসের বর্তমান স্কোয়াডে রয়েছেন-আবেশ খান, আয়ুষ বাদোনি, দীপক হুডা, কৃষ্ণাপ্পা গৌতম, করণ শর্মা, লোকেশ রাহুল, ক্রুনাল পান্ডিয়া, কাইল মেয়ার্স, মনন ভোরা, মার্কাস স্টইনিস, মার্ক উড, মায়াঙ্ক যাদব, মহসিন খান, কুইন্টন ডি’কক, রবি বিষ্ণোই। সব মিলিয়ে মোট ১৫ জন ক্রিকেটারকে রিটেন করার পরও ভারতীয় মুদ্রায় প্রায় ২৪ কোটি হাতে রয়েছে লখনউ সুপার জায়ান্টসের।
লখনউয়ের কী প্রয়োজন?
সুপার জায়ান্টসের মূল লক্ষ্য থাকবে দক্ষ অলরাউন্ডার নেওয়ার দিকে। ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডারকে ছেড়ে দিয়েছিল তারা। স্কোয়াডে পেস বোলিং অলরাউন্ডার বলতে মার্কাস স্টইনিস। সম্প্রতি তাঁকে অবশ্য পুরোপুরি অলরাউন্ডারের ভূমিকায় দেখা যায়নি। জেসন হোল্ডার গত আইপিএলে ব্য়াট হাতে ভরসা দিতে পারেননি। ১৪টি উইকেট নিয়েছিলেন। পাশাপাশি শ্রীলঙ্কা পেসার দুষ্মন্ত চামিরার বিকল্পও খুঁজতে হবে লখনউকে। মার্ক উড স্কোয়াডে থাকলেও তিনি খুব বেশি চোট প্রবণ। ঘরের মাঠে অ্যাসেজ সিরিজের আগে ওয়ার্কলোড ম্যানেজমেন্টেও নজর থাকবে উডের। লখনউ জার্সিতে গত আইপিএলে নজরকাড়া পারফরম্য়ান্স করেছেন মহসিন খান। তবে দীর্ঘ সময় ম্যাচের মধ্যে নেই।
কাদের জন্য ঝাঁপাতে পারে সুপার জায়ান্টস?
আইপিএলের মিনি অকশনে ফের জেসন হোল্ডারকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে সুপার জায়ান্টস। তেমনই তাদের নজরে থাকবে বেন স্টোকস, স্যাম কারান, ক্যামেরন গ্রিনের মতো অলরাউন্ডারের দিকেও। মার্ক উডের ব্যাক আপ নিতে চাইলে, লখনউ হয়তো চেষ্টা করবে অ্যাডাম মিলন্, শন অ্যাবট, ক্রিস জর্ডনদের জন্য। মহসিন খানকে নিয়ে ধোঁয়াশা থাকলে বাঁ হাতি পেসার জয়দেব উনাদকাট ভাবনায় থাকবে লখনউয়ের।