AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022 Final: কেউ ভাবেইনি আমরা চ্যাম্পিয়ন হতে পারি, বলছেন বাংলার ছেলে

ম্যাচের পর আতসবাজির মতো ঝলমল করেছেন তিনি। বলে দিলেন, 'এটা আমার পঞ্চম আইপিএল ফাইনাল ছিল। দ্বিতীয় বার আমি আইপিএল ট্রফি জিতলাম। এর থেকে তৃপ্তি আর কী হতে পারে।'

IPL 2022 Final: কেউ ভাবেইনি আমরা চ্যাম্পিয়ন হতে পারি, বলছেন বাংলার ছেলে
কেউ ভাবেইনি আমরা চ্যাম্পিয়ন হতে পারি, বলছেন বাংলার ছেলে
| Edited By: | Updated on: May 30, 2022 | 12:20 AM
Share

কলকাতা: প্রথম ম্যাচেই কি ইঙ্গিত দিয়েছিলেন হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya), চ্যাম্পিয়ন হতে পারেন অভিষেকেই? কেউ ভাবুন না ভাবুন, ঋদ্ধিমান সাহারা (Wriddhiman Saha) ভেবেছিলেন। বাংলার ছেলে সব মিলিয়ে পঞ্চম আইপিএল ফাইনাল খেলতে নেমেছিলেন। এর আগে আইপিএল ফাইনালে ওপেন করতে নেমে সেঞ্চুরিও করেছেন। কিন্তু সেই ঋদ্ধিকে এ বারের ঋদ্ধির সঙ্গে মেলানো যাবে না। ভারতীয় টেস্ট টিম থেকে বাদ পড়েছিলেন। বাংলার হয়ে রঞ্জিও খেলতে চাননি। যা বিতর্কের মুখে ফেলে দিয়েছিল তাঁকে। দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিএবির এক গুরুত্বপূর্ণ কর্তা। বাংলা ছাড়ার সিদ্ধান্ত কার্যত নিয়েই ফেলেছেন তিনি। সেই ঋদ্ধিই দেখালেন, বয়স শুধুই সংখ্যা। আসল হল ইচ্ছেশক্তি। তা যত দিন রয়েছে, ঋদ্ধিকে আটকানো যাবে না। রাজস্থান রয়্যালসকে হারিয়ে ঋদ্ধির টিম গুজরাত টাইটান্স জিতে নিল আইপিএল।

ম্যাচের পর আতসবাজির মতো ঝলমল করেছেন তিনি। বলে দিলেন, ‘এটা আমার পঞ্চম আইপিএল ফাইনাল ছিল। দ্বিতীয় বার আমি আইপিএল ট্রফি জিতলাম। এর থেকে তৃপ্তি আর কী হতে পারে।’ ঋদ্ধিকে দেখেই বোঝা যাচ্ছিল, তীব্র চাপে ছিলেন। ক্রিকেটার ঋদ্ধি যেন জবাব দিতেই চেয়েছিলেন। হয়তো মাঠে তেমন পারফর্ম করতে পারেননি। হার্দিকের বলে জস বাটলারের গুরুত্বপূর্ণ ক্যাচটা ধরেছিলেন। আর ওপেন করতে নেমে করেছেন মাত্র ৫ রান। তবে ফর্মে যে ছিলেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

ঋদ্ধি বললেন, ‘অনেকেই কিন্তু আইপিএল শুরুর আগে আমাদের নিয়ে আশা রাখেনি। আমরা প্রমাণ করে দিলাম, তারা ভুল ছিল।’ কী ভাবে সাফল্য এল? ব্যাখ্যা করতে গিয়ে ঋদ্ধি না ভেবে বলে দিলেন, ‘আমাদের জয় যাত্রাটা বোধহয় সামির হাত দিয়েই শুরু হয়ে গিয়েছিল। আইপিএলের প্রথম ম্যাচের প্রথম বলেই উইকেট নিয়েছিল ও।’

সেই বলটা কিন্তু বাংলার আর এক বোলার মহম্মদ সামি ভোলেননি। ঋদ্ধির কথাক সুত্র ধরে বলেন, ‘ওটা প্রথম ম্যাচ ছিল আমাদের। প্রথম বলটা আমিই করতে যাচ্ছিলাম। সেই কারণেই ভালো বল করার একটা তাগিদ ছিল। তবে বিশেষ কিছু ভাবিনি। ঠিক জায়গায় বলটা রাখতে চেয়েছিলাম। তাতেই উইকেট এসেছিল।’