IPL 2021: জিতলেই প্লে অফে বিরাটরা, রাহুলদের ডু অর ডাই ম্যাচ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 03, 2021 | 10:07 AM

মরুশহরে আইপিএলের দ্বিতীয় পর্বের শুরুতে হোঁচট খেলেও ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে আরসিবি। আজ দুপুরে বিরাটদের সামনে লোকেশ রাহুলদের (KL Rahul) পঞ্জাব (Punjab Kings)। মায়াঙ্কদের হারালেই প্লে অফের টিকিট পাকা হয়ে যাবে। একই সঙ্গে প্রথম দুইয়ে থাকার লড়াইয়েও থাকবেন বিরাটরা। ১১ ম্যাচে আরসিবির ঝুলিতে ১৪ পয়েন্ট।

IPL 2021: জিতলেই প্লে অফে বিরাটরা, রাহুলদের ডু অর ডাই ম্যাচ
আরসিবি বনাম পঞ্জাব। ছবি: টুইটার

Follow Us

শারজা: প্লে অফের (Play Off) দৌড় থেকে আর একটা ধাপ দূরে। ম্যাচটা জিতলেই প্লে অফের টিকিট নিশ্চিত হয়ে যাবে। বেঙ্গালোর (Royal Challengers Bangalore) আর কাপ ভাগ্যের তফাত অনেকবারই এক চুলের ব্যবধানে এসে দাঁড়িয়েছে। বিরাটের (Virat Kohli) সঙ্গে দেয়নি খেতাব। ক্যাপ্টেন কোহলির এটাই শেষ আইপিএল (IPL)। পরের বছর থেকে শুধু ব্যাটসম্যান বিরাট। তাই এই বছরটাকে স্মরণীয় করে রাখতে কাপ জিততে মরিয়া কোহলি।

মরুশহরে আইপিএলের দ্বিতীয় পর্বের শুরুতে হোঁচট খেলেও ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে আরসিবি। আজ দুপুরে বিরাটদের সামনে লোকেশ রাহুলদের (KL Rahul) পঞ্জাব (Punjab Kings)। মায়াঙ্কদের হারালেই প্লে অফের টিকিট পাকা হয়ে যাবে। একই সঙ্গে প্রথম দুইয়ে থাকার লড়াইয়েও থাকবেন বিরাটরা। ১১ ম্যাচে আরসিবির ঝুলিতে ১৪ পয়েন্ট। ব্যাটিং-বোলিং উভয় কম্বিনেশনই ক্লিক করেছে। ক্যাপ্টেন কোহলি রানে ফেরায় বেড়েছে দলের আত্মবিশ্বাস। তিন নম্বরে ব্যাট করতে এসে দলকে ভরসা জোগাচ্ছেন কেএস ভরত। পঞ্জাবের রাহুল, মায়াঙ্ক, মার্করামদের সামলাতে হর্ষল প্যাটেল, চাহাল, সিরাজরা তো আছেনই। আইপিএলে এর আগেও ট্রফির সামনে এসে খেতাব হাতছাড়া করেছে বিরাটের আরসিবি। কিন্তু এবারের বেঙ্গালোর নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। আর ওটাই আইপিএলে বিরাটদের শক্তি।

অন্যদিকে কিংস ইলেভেন পঞ্জাব এখনও প্লে অফের দৌড়ে ভেসে রয়েছে। নাইটদের হারিয়ে চনমনে প্রীতি জিন্টার দল। ক্যাপ্টেন লোকেশ রাহুল রানের মধ্যে আছেন। বোলিং বিভাগে সামি, আর্শদীপরাও প্রস্তুত কোহলিদের টেক্কা দিতে। ২৭ বারের সাক্ষাতে এখনও পর্যন্ত ১৫ বার জিতেছে পঞ্জাব। ১২ বার জিতেছে বেঙ্গালোর। রবিবাসরীয় দুপুরে কার মুখে শেষ হাসি ফোটে সেটাই এখন দেখার।

আরও পড়ুন: IPL 2021 RCB vs PBKS Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম পঞ্জাব কিংসের ম্যাচ

আরও পড়ুন: IPL 2021: ডোপ পরীক্ষা ছাড়াই চলছে আইপিএল

Next Article