ICC World Cup: এক্সক্লুসিভ: রবিবাসরীয় ইডেনে এবি ডেভিলিয়ার্স?

AB de Villiers: সূত্রের খবর, শনিবার রাত বা রবিবার সকালেই কলকাতায় পৌঁছে যাওয়ার কথা এবি ডেভিলিয়ার্সের। আসলে রবিবাসরীয় ম্যাচে 'ডাবল' পাওনা রয়েছে ব্যক্তি এবি-র কাছে। এক, নিজের দেশ দক্ষিণ আফ্রিকা নামছে মাঠে। যাঁরা দুরন্ত ছন্দে রয়েছে বিশ্বকাপে। আর দ্বিতীয় বন্ধু বিরাট নামছেন নিজের ৩৫তম জন্মদিনে তাঁরই দেশের বিপক্ষে।

ICC World Cup: এক্সক্লুসিভ: রবিবাসরীয় ইডেনে এবি ডেভিলিয়ার্স?
এক্সক্লুসিভ: রবিবাসরীয় ইডেনে এবি ডেভিলিয়ার্স?Image Credit source: Graphics - TV9Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2023 | 5:31 PM

রক্তিম ঘোষ

কলকাতা: মাঠে যখন তিনি থাকতেন, এক কথায় তিনিই মাঠ মাতাতেন। ব্যাট হাতে হোক বা ফিল্ডিংয়ে। ক্রিকেট দুনিয়া জানে, কোন ব্যাটার কোন দিকে বেশি শক্তিশালী। কেউ অফে, কেউ অনে। ফিল্ডিং প্লেসমেন্টও হয় তেমন হিসেবে। আবার অভিনব শটের আমদানিও দেখেছে! কভার ড্রাইভ, লফটেড শট, পুল, হুক,স্কোয়ার কাট, আপার কাট-একের পর এক শটের ফুলঝুরি। তাঁর জোরালো শটে মারা বলগুলো পৌঁছে গিয়েছে মাঠের বিভিন্ন প্রান্তে। বিভিন্ন কোনায়। বোলাররা তো বেদম চিন্তায় থাকতেন। বলটা রাখবেন কোথায়! ফিল্ডাররাও থাকতেন চমর কনফিউজড। কোথায় দাঁড়াতে হবে তাঁর ব্যাটিংয়ের সময়! তিনি এবি ডেভিলিয়ার্স (AB de Villiers)। পুরো নাম আব্রাহাম বেঞ্জামিন ডেভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের এক কিংবদন্তী।রবিবাসরীয় ইডেনে (Eden Gardens) যাঁর থাকার জোরালো সম্ভাবণা রয়েছে ইডেনের গ্যালারিতে।

এই খবর শুনলে আহ্লাদিত হবেন রবিবার ইডেন ম্যাচের টিকিট পাওয়া ক্রিকেটপ্রেমীরা। ইডেনের টিকিট তো মহার্ঘ হয়ে উঠেছে। অন্তত পরিস্থিতি যেদিকে যাচ্ছে। বাংলার হয়ে খেলা রঞ্জি ক্রিকেটাররাই হাপিত্যেশ হয়ে মরছে, একটা টিকিটের জন্য। আম আদমি তো কোন ছাড়! আর যাঁরা সেই মহার্ঘ টিকিট পেয়েছেন, তাঁদের কাছে ম্যাচ সহযোগে থাকবে ডেভিলিয়ার্স দর্শনের সুবর্ণ সুযোগ। কিছুদিন আগেই নিজের এক্স হ্যান্ডেলে এবি জানিয়েছিলেন, বিশ্বকাপের জন্য তিনি ভারতে আসবেন। ইতিমধ্যে পৌঁছেও গিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী। মাঠের বিভিন্ন প্রান্তে শট নেওয়ার জন্য ক্রিকেটবিশ্ব তাঁকে আদর করে ডাকে, ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’। সেই এবি ডেভিলিয়ার্স শুক্রবার ব্যস্ত ছিলেন মুম্বইয়ে। দীনেশ কার্তিক, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠীদের সঙ্গে বসে স্কুল ক্রিকেট ম্যাচ দেখেছেন শিবাজী পার্কে। যেখান থেকে শুরু হয়েছিল কিংবদন্তী মাস্টার ব্লাস্টারের ক্রিকেটজীবন। গিয়েছিলেন সারদাশ্রম স্কুলেও। সেই এবি এবার আসতে চলেছেন ইডেন গার্ডেন্সে।

Ab De Villiers, Dinesh Karthik, Rahul tripathi and Venkatesh Iyer together watching an Inter school match in Mumbai

দীনেশ কার্তিক, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠীদের সঙ্গে বসে এবিডি শুক্রবার স্কুল ক্রিকেট ম্যাচ দেখেছেন শিবাজী পার্কে। (ছবি-X)

সূত্রের খবর, শনিবার রাত বা রবিবার সকালেই কলকাতায় পৌঁছে যাওয়ার কথা এবি ডেভিলিয়ার্সের। আসলে রবিবাসরীয় ম্যাচে ‘ডাবল’ পাওনা রয়েছে ব্যক্তি এবি-র কাছে। এক, নিজের দেশ দক্ষিণ আফ্রিকা নামছে মাঠে। যাঁরা দুরন্ত ছন্দে রয়েছে বিশ্বকাপে। আর দ্বিতীয় বন্ধু বিরাট নামছেন নিজের ৩৫তম জন্মদিনে তাঁরই দেশের বিপক্ষে। ইডেনে রবিবার মুখোমুখি হবে বিশ্বকাপের ১ ও ২ নম্বর দল। নিজের দেশ জিতুক, এই আশা অবশ্য ই থাকবে এবি ডেভিলিয়ার্সের। তার সঙ্গে তো বিরাট কোহলির ব্যাটিং দেখা। আইপিএলে রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে তাঁর ও বিরাটের বন্ধুত্ব তো থেকে বারবার শিরোনামে। দুই ক্রিকেটারেরই দুজনের প্রতি অগাধ শ্রদ্ধা। যা বারবার প্রকাশ্যে বিভিন্ন সময়ে ব্যক্ত করেছেন দুজনেই। আইপিএল চলাকালীন বিরাট-অনুষ্কার ছবিও ফ্রেমবন্দি করেছিলেন এবি ডেভিলিয়ার্স। প্রিয় বন্ধুর ৩৫তম জন্মদিনে মাঠে থাকাটাও তো এক অনুভূতি। সেটা হাতছাড়া করতে নারাজ এবি। তবে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী রবিবারের ইডেনে থাকা নিয়ে জানেন না অনেক সিএবি কর্তাই। কিন্তু সূত্রের খবর, ডেভিলিয়ার্সে ইডেনে থাকা প্রায় চূড়ান্ত।

ব্যাটার এবির পাশাপাশি ফিল্ডিংয়ে তাঁর ফিটনেস ছিল ঈর্ষণীয়। তাঁর আরও একটি ডাক নাম ছিল ফিল্ডিংয়ের জন্য -সুপারম্যান। সুপারম্যানই বলুন বা মিস্টার ৩৬০ ডিগ্রি- এবি ডেভিলিয়ার্স মাঠে থাকা মানে যে গ্যালারিতে থাকা দর্শকদের মাঠ থেকে ঘাড় ঘুরবে ভিআইপি বক্সের দিকে তা বলাই বাহুল্য। কারণ, নামটা যে এবি ডেভিলিয়ার্স। যাঁর ঝুলিতে ৮৭৬৫ টেস্ট রান, একদিনের ক্রিকেটে ৯৫৭৭ রান, টি২০তে ১৬৭২ রান আর আন্তর্জাতিক ক্রিকেটে… ৪৬৩ ক্যাচ!