Rinku Singh: ও দারুণ ম্যাচ উইনার… রিঙ্কু সিংয়ে মুগ্ধ এ বার মিস্টার ৩৬০ ডিগ্রি

ABD on Rinku: ভারতের প্রাক্তন ক্রিকেটাররা প্রায়শই রিঙ্কুকে প্রশংসায় ভরান। এ বার প্রোটিয়া কিংবদন্তি এবি ডে ভিলিয়ার্সও (AB de Villiers) ভারতের তরুণ ফিনিশার রিঙ্কু সিংকে প্রশংসায় ভরালেন। এখনও ২৬ বছর বয়সী রিঙ্কু সিং দেশের হয়ে ২টি ওডিআই এবং ১৫টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। ইতিমধ্যেই তিনি দেশের সফল ফিনিশারের তকমা পেয়েছেন। এ বার এবিডিও সেই কথাই বললেন।

Rinku Singh: ও দারুণ ম্যাচ উইনার... রিঙ্কু সিংয়ে মুগ্ধ এ বার মিস্টার ৩৬০ ডিগ্রি
Rinku Singh: ও ম্যাচ উইনার... রিঙ্কু সিংয়ে মুগ্ধ এ বার এবিডি Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Jan 23, 2024 | 4:25 PM

কলকাতা: বছর খানেক আগেও তাঁকে নিয়ে এত মাতামাতি হত না। আইপিএলের মঞ্চে তিনি নিজের জাত চিনিয়েছিলেন। পরবর্তীতে তিনি শুধু কেকেআরের প্রহরী বলেই পরিচিতি পেয়েছিলেন। অবশ্য লাইমলাইটে আসতে তাঁর বেশি সময় লাগেনি। কঠোর পরিশ্রমের ফলও তিনি পেয়েছেন। দেশে তো বটেই বিদেশেও এখন আলিগড়ের নবাব রিঙ্কু সিংয়ের (Rinku Singh) নাম শোনা যাচ্ছে। তৈরি হয়েছে রিঙ্কুর ফ্যান-ফলোয়ার্স। ভারতের প্রাক্তন ক্রিকেটাররা প্রায়শই রিঙ্কুকে প্রশংসায় ভরান। এ বার প্রোটিয়া কিংবদন্তি এবি ডে ভিলিয়ার্সও (AB de Villiers) ভারতের তরুণ ফিনিশার রিঙ্কু সিংকে প্রশংসায় ভরালেন। এখনও ২৬ বছর বয়সী রিঙ্কু সিং দেশের হয়ে ২টি ওডিআই এবং ১৫টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। ইতিমধ্যেই তিনি দেশের সফল ফিনিশারের তকমা পেয়েছেন। এ বার এবিডিও সেই কথাই বললেন।

রিঙ্কু সিং একজন ম্যাচ উইনার। এ কথা অনেকেই বলেছেন। এ বার নিজের ইউটিউব চ্যানেলে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার এবি ডে ভিলিয়ার্স বলেছেন, ‘রিঙ্কু একজন ফ্যান্টাস্টিক প্লেয়ার, একজন ম্যাচ উইনার। ওকে ধারাবাহিক পারফর্ম করতে দেখে ভালো লাগছে। ধারাবাহিক ভাবে ভালো খেলে দলকে এ ভাবে আরও ম্যাচ জেতাও।’

আফগানিস্তানের বিরুদ্ধে কয়েকদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের ৩টি ম্যাচই খেলার সুযোগ পেয়েছিলেন রিঙ্কু সিং। তাতে তিনি করেছিলেন যথাক্রমে ১৬*, ৯* ও ৬৯* রান। রিঙ্কু সিং ম্যাচ ফিনিশ করে মাঠ ছাড়া প্রায় অভ্যেসে পরিণত করে ফেলেছেন। আফগানদের বিরুদ্ধে তৃতীয় ম্যাচের শেষে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা প্রশংসায় ভরিয়েছিলেন রিঙ্কুকে। আইপিএলে লোয়ার অর্ডারে রিঙ্কু সফল। জাতীয় দলেও ঠিক একই কাজ করেন রিঙ্কু। দেশের হয়ে গত কয়েকটি টি-২০ ম্যাচে রিঙ্কুকে ধারাবাহিক পারফর্ম করতে দেখে তাই স্বস্তি পেয়েছেন ভারতের ক্যাপ্টেন রোহিতও।

কেকেআরে রিঙ্কুর সঙ্গে খেলেছেন আফগান তারকা ক্রিকেটার রহমানুল্লা গুরবাজ। তিনিও রিঙ্কুকে এক ব্যতিক্রমী ফিনিশার বলেছেন। গুরবাজের কথায়, ‘ও নিঃসন্দেহে একজন প্রতিভাবান ক্রিকেটার এবং একজন ব্যতিক্রমী ফিনিশার। প্রতিবার ব্যাট করতে যাওয়ার সময় বল দেখার প্রতি ওর গভীর মনোযোগ দেখার মতো। রিংকু একজন চতুর ক্রিকেটার। পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা ওর রয়েছে। ওর ভারতের পরবর্তী ফিনিশার হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ধারাবাহিকভাবে ও দলে উল্লেখযোগ্য অবদানও রাখছে।’