
কলকাতা: সামনে ছিল ৩১১ রানের পাহাড়প্রমাণ টার্গেট। সেখানে প্রয়োজন ছিল লড়াকু ব্যাটিংয়ের। সৈয়দ মুস্তাক আলি (SYED MUSHTAQ ALI) ট্রফিতে পঞ্জাবের বিরুদ্ধে বাংলার স্কোরবোর্ড দেখলে দূরদূরান্ত লড়াইয়ের ছাপটুকুও দেখা গেল না। ব্যতিক্রম একজন। একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করে গেলেন অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। ক্যাপ্টেন সত্যিকার অর্থেই একার কাঁধে ম্যাচটা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু বাংলার অন্য কোনও ক্রিকেটার তাঁকে সঙ্গ দিতে পারলেন না। যে কারণে ১১২ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নিল অভিষেক শর্মার পঞ্জাব।
বাংলার বিরুদ্ধে প্রথমে মাত্র ১২ বলে হাফসেঞ্চুরি করেছিলেন পঞ্জাবের অধিনায়ক অভিষেক শর্মা। এরপর ৩২ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। থামেন ৫২ বলে ১৪৮ রানে। এরপর বল হাতেও নেন একটি উইকেট। ৩ ওভার বল করে ৫০ রান খরচ করেন তিনি। ১৪৮ রান ও ১ উইকেটের সুবাদে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন অভিষেক শর্মা।
প্রথম ওভারেই করন লালের (১) উইকেট তুলে নেন অভিষেক শর্মা। এরপর দ্বিতীয় ওভারে জোড়া উইকেট হারায় বাংলা। গুর্নুর ব্রার ফেরান অভিষেক পোড়েল (৬) ও শাহবাজ আহমেদকে (০)। পাওয়ার প্লে-র মধ্যে সুদীপ ঘরামির উইকেট তুলে নেয় পঞ্জাব। মাত্র ৪ রান করেন সুদীপ। অভিমন্যু ও আকাশদীপ ছাড়া আর কোনও ক্রিকেটারের স্কোর বলার মতোই নয়। ৬৬ বলে ১৩০ রানে অপরাজিত থাকেন অভিমন্যু। এই ইনিংসে ছিল ১৩টি চার ও ৮টি ছয়। আর আকাশদীপ করেন ৭ বলে ৩১। তিনি মারেন ৬টি ছয়। পঞ্জাবের হয়ে সবচেয়ে বেশি উইকেট হরপ্রীতের (৪টি)। শেষমেষ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে বাংলা। যার ফলে অভিষেকদের জয় ১১২ রানে।