
সৌরভ গঙ্গোপাধ্যায় পরবর্তী সময়ে বাংলা থেকে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ হাতে গোনা কয়েকজনই পেয়েছেন। যদি বলা যায়, সৌরভের পর দীর্ঘ সময় কে খেলেছেন? নাম আসবে ঋদ্ধিমান সাহার। টেস্ট টিমে একটা সময় বড় ভরসা ছিল ঋদ্ধিমান সাহার গ্লাভস। ব্যাট হাতেও ভরসা দিয়েছেন। এরপর বাংলার ক্রিকেটারদের মধ্যে মুকেশ কুমার, আকাশ দীপরা খেলেছেন। আর এক জন ওয়েটিং লিস্টেই রয়ে গিয়েছেন।
সদ্য ইংল্যান্ড সফর শেষ হয়েছে ভারতীয় দলের। একঝাঁক তরুণ ক্রিকেটার সুযোগ পেয়েছেন। তেমনই দীর্ঘ আট বছর পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন করা করুণ নায়ারও। কিন্তু ওয়েটিং লিস্টেই রয়ে গিয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ। প্রথম শ্রেনির ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স। দীর্ঘ কয়েক বছর ধরে ভারত এ দলে খেলছেন, নেতৃত্বও দিচ্ছেন। বছর চারেক হয়ে গেল টেস্ট স্কোয়াডে ডাক পাচ্ছেন। কিন্তু খেলার আর সুযোগ পাচ্ছেন না।
ইংল্যান্ড সফরের আগে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন বিরাট, রোহিত। মনে করা হয়েছিল, এ বার অন্তত সুযোগ মিলবে অভিমন্যুর। তা আর হয়নি। অভিমন্যুর বাবা রঙ্গনাথন একটি সাক্ষাৎকারে বলেছেন, গম্ভীর নাকি আশ্বস্ত করেছেন, সুযোগ পাবেন অভিমন্যু এবং সেটা দীর্ঘ সুযোগই হবে। এ বার অভিমন্যুর হয়ে ব্যাট ধরলেন ভারতীয় ক্রিকেটের আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
শহরে একটি অনুষ্ঠানে বাংলার ব্যাটার অভিমন্যুকে নিয়ে সৌরভ বলেন, ‘ওর অবশ্যই সুযোগ পাওয়া উচিত। টিমে অনেকজন ভালো প্লেয়ার থাকলে সুযোগ পেয়ে ওঠে না। আমি এখনও মনে করি একটা ব্যাটিং স্লট খালি আছে। তিন নম্বর জায়গা খালি। সুযোগ পেলে যেন বাকিদের মতো লম্বা রান পায়। অপেক্ষা করতে হবে।’ ইংল্যান্ড সফরে শুভমন গিল চারে ব্যাট করায় মনে করা হয়েছিল তিনে অভিমন্যুই খেলবেন। কিন্তু প্রথম বার ডাক পাওয়া সাই সুদর্শনকে খেলানো হলেও অভিমন্যু অপেক্ষাতেই রয়ে গিয়েছেন।