IPL 2025, Abhishek Sharma: শুধু পরিবার নয়, সেঞ্চুরিয়ন অভিষেক শর্মার মুখে দুই স্পেশাল পার্সন
Abhishek Sharma on IPL Century: অভিষেক ম্যাচে ব্যর্থ অভিষেক। এরপরই সমালোচনা শুরু হয়ে যায়, আইপিএলে যতই দাপট দেখান, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি নন! জবাবটা দিয়েছিলেন ব্যাটেই। আইপিএলে প্রথম সেঞ্চুরিটাও যেন তেমনই।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গত মরসুম বদলে দিয়েছিল তাঁর জীবন। আইপিএলে বিধ্বংসী পারফরম্যান্স করেছিলেন। এরপরই ভারতের টি-টোয়েন্টি দলে সুযোগ আসে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর জিম্বাবোয়েতে তরুণ দল পাঠিয়েছিল ভারত। শুভমন গিলের নেতৃত্বে একঝাঁক তরুণ মুখ। তার মধ্যে ছিলেন অভিষেক শর্মাও। অভিষেক ম্যাচে ব্যর্থ অভিষেক। এরপরই সমালোচনা শুরু হয়ে যায়, আইপিএলে যতই দাপট দেখান, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি নন! জবাবটা দিয়েছিলেন ব্যাটেই। আইপিএলে প্রথম সেঞ্চুরিটাও যেন তেমনই।
কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অভিষেক শর্মা। তিনি যে যুবরাজ সিংয়ের যোগ্য শিষ্য, ক্রিকেট বিশ্বকে বুঝিয়েছিলেন। ভারতের টি-টোয়েন্টি দলে এরপরও জায়গা পেয়েছেন এবং সাফল্য়ও পেয়েছেন। আইপিএলের নতুন মরসুমে ব্যাট চলছিল না। গত মরসুমের পারফরম্যান্স ফ্লুক ছিল! এমন ধারনা জন্মানো অপ্রত্যাশিত নয়। সেখান থেকেই দুরন্ত প্রত্যাবর্তন। ১৪১ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। সাক্ষী রইলেন বাবা-মা। পরিবারের সামনে এমন একটা ইনিংস। কৃতিত্ব দিচ্ছেন আরও দু-জনকে।
ম্যাচ শেষে অভিষেক সম্প্রচারকারী চ্যানেলে বলেন, ‘পরিবার উপস্থিত। এমন একটা ইনিংস খেলতে পারা সত্যিই দারুণ অনুভূতি। এই অপেক্ষাতেই ছিলাম। তবে আরও দু-জনের কথা বলতে হয়। অবশ্যই আমার মেন্টর যুবি পাজি। সবসময় আমাকে ভরসা দিয়ে গিয়েছেন। সঙ্গে আরও একজনের কথা অবশ্যই বলতে চাই। মিস্টার সূর্যকুমার যাদব। নিয়মিত কথা হয় আমাদের। সূর্যকুমার যাদবও বুঝিয়েছেন, ভরসা রাখতে। খারাপ সময় কাটিয়ে ফর্মে ফিরবই সেই বিশ্বাসটা ছিল।’





