India vs Bangladesh: এশিয়া সেরার লড়াইয়ে রবিবার মুখোমুখি ভারত ও বাংলাদেশ

ACC Men’s U19 Asia Cup 2024 Final: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত। আজ শারজায় সেমিফাইনালের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা। দুবাইতে অন্য সেমিফাইনালে মুখোমুখি পাকিস্তান ও বাংলাদেশ। সেই ম্যাচ থেকে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

India vs Bangladesh: এশিয়া সেরার লড়াইয়ে রবিবার মুখোমুখি ভারত ও বাংলাদেশ
Image Credit source: liangpv/menonsstocks/E+/Getty Images

Dec 06, 2024 | 9:07 PM

শুরুটা কেমন হল বিষয় নয়। বরং, ভাবার বিষয় শেষটা কত ভালো করা যায়। ভারতের ক্ষেত্রে বিষয়টা তাই। শুরুটা খারাপ হলেও দ্রুত ঘুরে দাঁড়িয়েছিল ভারত। একের পর এক ভালো পারফরম্যান্সে ফাইনালও নিশ্চিত করেছে ভারতীয় দল। রবিবার ট্রফির লড়াই। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত। আজ শারজায় সেমিফাইনালের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা। দুবাইতে অন্য সেমিফাইনালে মুখোমুখি পাকিস্তান ও বাংলাদেশ। সেই ম্যাচ থেকে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

ভারত এশিয়া কাপের শুরুটা করেছিল পাকিস্তানের বিরুদ্ধে। টস হারেই বিপত্তি। রান তাড়া করেছিল ভারত। পিচ পরের দিকে স্লো হতে থাকায় সমস্যায় পড়েছিলেন ভারতীয় ব্যাটাররা। ম্যাচটি বড় ব্যবধানে হারার সামনে ছিল ভারত। যদিও শেষ উইকেটে অনবদ্য জুটি গড়েছিলেন যুধাজিৎরা। প্রথম ম্যাচ হারলেও পরপর তিনটি জিতে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। অন্য সেমিফাইনালে পাকিস্তান জিতলে এশিয়া কাপের মঞ্চে আরও একটা স্বপ্নের ফাইনাল হত। এ বার কীরকম ফাইনাল বলা যায়?

বাংলাদেশের পরিস্থিতি সঙ্গীন। জ্বলছে বাংলাদেশ। ভারতকে এখন শত্রুদেশই মনে করছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারে ভারতের ধৈর্যের সীমাও ছাড়িয়ে যাচ্ছে। খেলার মাঠে তার আচ হয়তো পড়বে না, তবে এখন সেই গ্যারান্টিও দেওয়া যায় না। আপাতত বলা যায়, রবিবার এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও বাংলাদেশ। প্রথম হার ভুলে ভারত দুর্দান্ত পারফর্ম করছে। বোলাররা ছন্দেই ছিলেন। ব্যাটাররাও ফর্মে ফিরেছেন। বিশেষ করে বলতে হয় বৈভব সূর্যবংশীর কথা।

আইপিএলের মেগা অকশনে ১৩ বছরের বৈভব সূর্যবংশীকে নিয়েছে রাজস্থান রয়্যালস। বেস প্রাইস ৩০ লক্ষ থাকলেও তাঁকে ১.১০ কোটিতে নিয়েছেন দ্রাবিড়রা। মাত্র ১৩ বছরেই আইপিএলে টিম পেয়ে রেকর্ড গড়েছেন। অন্য দিকে, মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলা আয়ুষ মাহত্রেও দুর্দান্ত ছন্দে রয়েছেন। ক্যাপ্টেনও ছন্দে। যদিও গত দু-ম্যাচে তাঁদের নামতেই হয়নি। বাংলাদেশ ম্যাচটা এখন যেন শুধুই ট্রফির লড়াই নয়। সম্মানেরও।