Mohammed Siraj: সিরাজের সঙ্গে চলছে চুটিয়ে প্রেম! এ বার নীরবতা ভাঙলেন বিগ বস খ্যাত অভিনেত্রী

বলিউড এবং ক্রিকেটের সম্পর্ক নতুন কিছু নয়। সেই মনসুর আলি খান পতৌদি থেকে শুরু করে বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, কেএল রাহুল-আথিয়া শেট্টি --- তালিকায় রয়েছেন অনেকেই। বেশ কিছুদিন আগে এই তালিকায় মহম্মদ সিরাজের নাম জুড়ে যাচ্ছিল।

Mohammed Siraj: সিরাজের সঙ্গে চলছে চুটিয়ে প্রেম! এ বার নীরবতা ভাঙলেন বিগ বস খ্যাত অভিনেত্রী
সিরাজের সঙ্গে চলছে চুটিয়ে প্রেম! এ বার নীরবতা ভাঙলেন বিগ বস খ্যাত অভিনেত্রী

Mar 05, 2025 | 9:30 AM

দুবাই: ভারতীয় ক্রিকেটের মিয়াঁ করছেন প্রেম? প্রেমিকা কে? তা নিয়ে জোর চর্চা চলছে নেটিজ়েনদের মধ্যে। জাতীয় দলের ডিউটি থেকে এখন দূরে রয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। এরইমাঝে তাঁর প্রেম জীবন নিয়ে চলছে আলোচনা। উঠে এসেছে এক সুন্দরী মহিলার নাম। তিনি হলেন সুন্দরী মাহিরা শর্মা। বিগ বস-১৩-র প্রতিযোগী ছিলেন। বলিউড এবং ক্রিকেটের সম্পর্ক নতুন কিছু নয়। সেই মনসুর আলি খান পতৌদি থেকে শুরু করে বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, কেএল রাহুল-আথিয়া শেট্টি — তালিকায় রয়েছেন অনেকেই। বেশ কিছুদিন আগে এই তালিকায় মহম্মদ সিরাজের নাম জুড়ে যাচ্ছিল। গুঞ্জন শোনা গিয়েছিল যে, সুন্দরী মাহিরাকে মন দিয়েছেন মহম্মদ সিরাজ। এ বার এই প্রসঙ্গে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মাহিরা শর্মা।

টেলিভিশন ও পঞ্জাবি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা শর্মার সঙ্গে সত্যিই কি ডেট করছেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ? সুন্দরী মাহিরা পরিষ্কার করেছেন, এই গুজবের কোনও ভিত্তি নেই। এক সাক্ষাৎকারে মাহিরা বলেন, “আমি তো কারও সঙ্গে ডেটিং করছি না। সবই গুজব। আমার সম্পর্কে কেউ ভালো না খারাপ যাই বলুক না কেন, আমি সেই ব্যক্তি, যে কোনওরকম প্রতিক্রিয়া দেখাই না।”

এরপরই তিনি বলেন, “ফ্যানেরা তো যে কারও সঙ্গে নাম জুড়ে দিতে পারেন। আমরা তো তাঁদের থামাতে পারব না। আমি আমার কাজ করে যাই। তাঁরা তাঁদের কাজ করে। অনেক সময় সহ-অভিনেতাদের সঙ্গেও নাম জুড়ে ফেলে অনেকে। ফ্যানরা ভিডিয়ো বানিয়ে দেয়। আমি এগুলোকে গুরুত্ব দিই না। যার যেটা ইচ্ছে করুক।”