T20 World Cup 2021: বিরাটদের বিরুদ্ধে সোধির জায়গায় খেলতে পারেন মিলনে

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Oct 28, 2021 | 4:55 PM

ইশ সোধির (Ish Sodhi) জায়গায় মিলনেকে খেলাবে নিউজিল্যান্ড ক্রিকেট টিম। অন্তত সম্ভাবনা তেমনই। পাকিস্তানের কাছে হারের পরই টিম কম্বিনেশনে বদল আনছে কিউয়ি থিঙ্ক ট্যাঙ্ক। বিরাট (Virat Kohli)-রাহুল (KL Rahul)-রোহিতদের (Rohit Sharma) ব্যাটিং লাইনআপে ধস নামাতে পেস অ্যাটাকেই ভরসা রাখছেন কিউয়িদের কোচ গ্যারি স্টেড। পাকিস্তানের পেস অ্যাটাকের সামনে নড়ে গিয়েছিলেন ভারতীয় ব্যাটাররা।

T20 World Cup 2021: বিরাটদের বিরুদ্ধে সোধির জায়গায় খেলতে পারেন মিলনে
অ্যাডাম মিলনে। ছবি: টুইটার

Follow Us

দুবাই: পাকিস্তানের বিরুদ্ধে অ্যাডাম মিলনেকে (Adam Milne) চেয়েও খেলাতে পারেনি নিউজিল্যান্ড (New Zealand)। যা নিয়ে ক্ষোভ উগড়ে দেন কিউয়ি কোচ গ্যারি স্টেড (Gary Stead)। আইসিসিকে (ICC) একহাতও নেন তিনি। পাকিস্তান ম্যাচে মিলনেকে পাওয়া না গেলেও, ভারতের বিরুদ্ধে ডান হাতি পেসারকে খেলাতে পারবে কিউয়ি টিম ম্যানেজমেন্ট।

ইশ সোধির (Ish Sodhi) জায়গায় মিলনেকে খেলাবে নিউজিল্যান্ড ক্রিকেট টিম। অন্তত সম্ভাবনা তেমনই। পাকিস্তানের কাছে হারের পরই টিম কম্বিনেশনে বদল আনছে কিউয়ি থিঙ্ক ট্যাঙ্ক। বিরাট (Virat Kohli)-রাহুল (KL Rahul)-রোহিতদের (Rohit Sharma) ব্যাটিং লাইনআপে ধস নামাতে পেস অ্যাটাকেই ভরসা রাখছেন কিউয়িদের কোচ গ্যারি স্টেড। পাকিস্তানের পেস অ্যাটাকের সামনে নড়ে গিয়েছিলেন ভারতীয় ব্যাটাররা। উপমহাদেশীয় উইকেটে রোহিত, রাহুলরা স্পিন ভালো খেলেন। দুবাইয়ের ২২ গজে পেস অনেকটা সাহায্যও করে। তাই গতিতেই ভারতীয় ব্যাটারদের পর্যুদস্ত করার ছক কষছে কিউয়ি থিঙ্ক ট্যাঙ্ক। বিশ্বকাপে টিকে থাকতে গেলে ভারতকে হারাতেই হবে। সেটা ভালোই জানেন কিউয়ি কোচ। গত ১৮ বছরে আইসিসির টুর্নামেন্টে ভারতের কাছে হারেনি নিউজিল্যান্ড। বোল্ট, সাউদি, নিশামের সঙ্গে মিলনেকে জুড়ে দেওয়ার ভাবনাই রয়েছে কিউয়ি টিম ম্যানেজমেন্টের। কারণ লকি ফার্গুসন কাফ মাসেলের চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। বিরাটদের বিরুদ্ধে এক স্পিনার মিচেল স্যান্টনারকে খেলাবে নিউজিল্যান্ড।

পার্ট টাইম স্পিনার হিসেবে কাজ করতে পারেন গ্লেন ফিলিপসও কেন উইলিয়ামসন। ভারতকে হারাতে সমস্ত পরিকল্পনাই সাজিয়ে রেখেছে কিউয়ি টিম ম্যানেজমেন্ট।

 

আরও পড়ুন: KL Rahul: পরের মরসুমে লোকেশ রাহুলকে রাখবে পঞ্জাব, বলছেন নেস ওয়াদিয়া

 

Next Article