AFG vs NED Match Report: জয়ের হ্যাটট্রিক, নিউজিল্যান্ডকে প্রবল চাপে ফেলল আফগানিস্তান

ICC World Cup Match Report, Afghanistan vs Netherlands: এ বারের বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক। সেমিফাইনালের দৌড়ে উজ্জ্বল আফগানিস্তান। তারা প্রবল চাপে ফেলল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে। বিশেষ করে বলতে হয় নিউজিল্যান্ডের কথা। তাদের শুরুটা ভালো হলেও টানা তিন ম্যাচ হেরে প্রবল চাপে। এ বার আফগানিস্তানের জয়ে চাপ আরও বাড়ল। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো আফগানিস্তানেরও ৮ পয়েন্ট হল।

AFG vs NED Match Report: জয়ের হ্যাটট্রিক, নিউজিল্যান্ডকে প্রবল চাপে ফেলল আফগানিস্তান
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 03, 2023 | 9:08 PM

লখনউ: এ বারের বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক। সেমিফাইনালের দৌড়ে উজ্জ্বল আফগানিস্তান। তারা প্রবল চাপে ফেলল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে। বিশেষ করে বলতে হয় নিউজিল্যান্ডের কথা। তাদের শুরুটা ভালো হলেও টানা তিন ম্যাচ হেরে প্রবল চাপে। এ বার আফগানিস্তানের জয়ে চাপ আরও বাড়ল। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো আফগানিস্তানেরও ৮ পয়েন্ট হল। ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো ডিফেন্ডিং এবং প্রাক্তন চ্যাম্পিয়নদের হারিয়ে নজর কেড়েছে আফগানিস্তান। গত দু-ম্যাচেই রান তাড়া করে জিতেছিল তারা। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও রান তাড়ায় সহজ জয়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। তাদের ব্যাটিং আক্রমণ অবশ্য প্রতিরোধ গড়তে পারেনি। সবচেয়ে নেতিবাচক দিক রানিং বিটউইন দ্য উইকেট। চার জন ব্যাটার রান আউট হয়েছেন। এ ছাড়াও একজন স্টাম্প আউট হয়েছেন। ডাচ ইনিংসে উল্লেখযোগ্য রান অলরআউন্ডার এঞ্জেলব্রেট সিব্র্যান্ডের। ৫৮ রান করেন তিনি। ওপেনার ম্যাক্স ও’ডাউড করেন ৪২ রান। ৪৬.৩ ওভারে মাত্র ১৭৯ রানেই অলআউট নেদারল্যান্ডস। আফগানিস্তান বোলারদের মধ্যে অভিজ্ঞ মহম্মদ নবি ৩ উইকেট নেন। এ ছাড়াও বাঁ হাতি চায়নাম্যান নুর আহমেদ নিয়েছেন দুটি উইকেট।

গত দু-ম্যাচেই রান তাড়ায় ঠান্ডায় মাথায় জিতেছিল আফগানিস্তান। তাদের কাছে ১৮০ রানের টার্গেট কঠিন হবে না বলেই মনে করা হয়েছিল। এ দিন অবশ্য ওপেনিং জুটি জমেনি। তবে তিন নম্বরে নামা রহমত শাহ এবং অধিনায়ক হসমতউল্লাহ শাহিদি হাফসেঞ্চুরি করেন। রহমত ৫২ রানে ফেরেন। অধিনায়ক শাহিদি ৫৬ রানে অপরাজিত থাকেন। তাঁর সঙ্গে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। টানা তিন ম্যাচ জিতে দারুণ জায়গায় আফগানিস্তান। শেষ চারে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আফগানদের।