কলকাতা: এ বারের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) জয়ের অন্যতম দাবিদার দক্ষিণ আফ্রিকা (South Africa)। যে ভাবে প্রোটিয়ারা টুর্নামেন্টের ফাইনালে উঠেছে, তাতে এ কথা না বলে আর উপায় নেই। টানা ৭ ম্যাচ জিতে চলতি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল এইডেন মার্কব়্যামের দক্ষিণ আফ্রিকা। এরপর শেষ চারে আফগানিস্তানকে (Afghanistan) হারিয়ে দিল প্রোটিয়ারা। এই প্রথম বার টুর্নামেন্টের ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। লক্ষ্মীবার সকালে একদিকে প্রোটিয়ারা ইতিহাস গড়েছে। আর অপরদিকে লজ্জার নজির গড়েছে আফগানিস্তান। এ বার বিশ্বকাপ ফাইনাল জিতলে এক বিরল রেকর্ড গড়বে প্রোটিয়ারা। জানেন তা কী?
টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালের ইতিহাসে এই প্রথম বার সবচেয়ে কম রান করল আফগানিস্তান। ব্রায়ান লারা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা মাত্র ৫৬ রানে অলআউট করেছিল আফগানদের। প্রোটিয়া বোলিং বিভাগ একেবারে ভেঙে চুরমার করে দিয়েছিল আফগানিস্তানের ব্যাটারদের। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে অনাকাঙ্খিত রেকর্ড গড়ার দিন আফগানিস্তান আরও এক নজির গড়েছে। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে আফগানিস্তানের এটি সর্বনিম্ন রান। এর আগে মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে ২০১৪ সালে আফগানরা ৭২ রান করেছিল। এ বার সেই রেকর্ডও ভেঙে গেল।
এ বারের বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের হয়ে সর্বাধিক রান করেন অজমতউল্লাহ ওমরজাই (১০)। তবে অবাক করার বিষয় হল, আফগান-প্রোটিয়া ম্যাচে রশিদদের ইনিংসে সর্বাধিক রান এসেছে এক্সট্রা থেকে। কারণ প্রোটিয়া বোলাররা এক্সট্রা দিয়েছেন ১৩ রান।
HIGHEST SCORE OF AFGHANISTAN IS “EXTRAS” IN SEMIS 🤯 pic.twitter.com/Ndp3aaWXBH
— Johns. (@CricCrazyJohns) June 27, 2024
বিশ্বকাপ ফাইনালে ওঠা প্রোটিয়াদের সামনে এ বার এক বিরল রেকর্ডের হাতছানি রয়েছে। তা কী? আসলে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে কোনও টিম এখনও অবধি অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়নি। দক্ষিণ আফ্রিকার কাছে এ বার সেই সুযোগ থাকছে। টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব, সুপার এইট এবং সেমিফাইনাল সব মিলিয়ে টানা ৮ ম্যাচ দক্ষিণ আফ্রিকাকে কোনও প্রতিপক্ষ হারাতে পারেনি। তাই ফাইনাল জিতলেই ইতিহাসের পাতায় উঠবে দক্ষিণ আফ্রিকা।