T20 World Cup 2024: বিশ্বকাপে ডায়েট মানতে গিয়ে চাপে রশিদরা, হাতে তুলে নিলেন হাতা-খুন্তি

Jun 22, 2024 | 8:17 PM

Afghanistan Cricket Team: গ্রুপ পর্বে ৩ ম্যাচ জিতে বিশ্বকাপের সুপার এইটে উঠেছে রশিদ খানের আফগানিস্তান। তারপর সুপার এইটে প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল আফগানিস্তান। রশিদ খানদের পরবর্তী ম্যাচ ভারতীয় সময় অনুসারে রবিবার সকালে। এই ম্যাচে অজিদের হারিয়ে কামব্যাক করতে চায় আফগানরা।

T20 World Cup 2024: বিশ্বকাপে ডায়েট মানতে গিয়ে চাপে রশিদরা, হাতে তুলে নিলেন হাতা-খুন্তি
T20 World Cup 2024: বিশ্বকাপে ডায়েট মানতে গিয়ে চাপে রশিদরা, হাতে তুলে নিলেন হাতা-খুন্তি
Image Credit source: X

Follow Us

কলকাতা: ক্রিকেট বিশ্বে নিজেদের পরিচিতি তৈরি করেছে আফগানিস্তান। এ বার তারা টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইটে খেলছে। গ্রুপ পর্বে ৩ ম্যাচ জেতার পর সুপার এইটে প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল আফগানিস্তান। রশিদ খানদের পরবর্তী ম্যাচ ভারতীয় সময় অনুসারে রবিবার সকালে। এই ম্যাচে অজিদের হারিয়ে কামব্যাক করতে চায় আফগানরা। অবশ্য বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ পর্বে হঠাৎ চাপে পড়েছেন রশিদ খানরা। ডায়েট ঠিক মতো মানতে পারছেন বা বলে নিজেরাই হাতে হাতা-খুন্তি তুলে নিয়েছেন।

আসলে এ বারের বিশ্বকাপে একাধিক ম্যাচ আফগানিস্তান ক্যারিবিয়ান দীপপুঞ্জে খেলেছে। সেখানে আফগানিস্তানের টিম হোটেলে হালাল মাংস না পাওয়ায় চাপে পড়েছেন রশিদ-নবীনরা। আফগানিস্তানের ক্রিকেটারদের ডায়েটের গুরুত্বপূর্ণ অংশ হল হালাল মাংস। টিম হোটেলে হালাল মাংস না পাওয়ার জন্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আফগানদের।

এই ডায়েট মেলানোর সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য নিজেরাই শেফ হয়ে গিয়েছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। সংবাদসংস্থা পিটিআইকে আফগানিস্তানের এক ক্রিকেটার বলেছেন, ‘আমাদের হোটেলে হালাল মাংস নেই। মাঝে মাঝে তাই আমরা নিজেদের জন্য রান্না করি। আবার কখনও আমরা বাইরে গিয়ে খাবার খাই। ভারতে শেষ বিশ্বকাপের সময় এই সমস্যার মুখে পড়তে হয়নি। সবকিছু ঠিকঠাক ছিল। সেন্ট লুসিয়াতে আমরা হালাল মাংস পেয়েছিলাম। কিন্তু এখানকার সব ভেনুতে সেটা পাওয়া যাচ্ছে না। এক বন্ধু আমাদের জন্য় তা জোগান দেয় এবং আমরা নিজেরা রান্না করে নিই।’

Next Article