AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rashid Khan: এক রাতে ৪ উইকেট! বিখ্যাত স্পিনারের আসরেই বিয়ে সারলেন তিনভাই, রশিদ খানের মেহফিলে মুগ্ধ দুনিয়া

Rashid Khan's Wedding: রশিদ খানের বিয়ের একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। আফগানিস্তান ক্রিকেট টিমের এক্স হ্যান্ডেলে তারকা ক্রিকেটারের বিয়ের ছবি শেয়ার করে শুভেচ্ছা জানানো হয়েছে।

Rashid Khan: এক রাতে ৪ উইকেট! বিখ্যাত স্পিনারের আসরেই বিয়ে সারলেন তিনভাই, রশিদ খানের মেহফিলে মুগ্ধ দুনিয়া
Rashid Khan: এক রাতে ৪ উইকেট! বিখ্যাত স্পিনারের আসরেই বিয়ে সারলেন তিনভাই, রশিদ খানের মেহফিলে মুগ্ধ দুনিয়াImage Credit: X
| Updated on: Oct 04, 2024 | 2:50 PM
Share

কলকাতা: কাবুলে মহাধুমধাম করে বিয়ে করলেন আফগান তারকা রশিদ খান (Rashid Khan)। অবশ্য তিনি একা নন। রশিদের সঙ্গে এক রাতেই তাঁর তিন ভাইও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। রশিদ এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে। একইসঙ্গে আলোচনা চলছে তাঁর বিয়ের চোখ ধাঁধানো ভেনু নিয়ে। জীবনের নতুন ইনিংস শুরু করলেন তিনি ঠিকই, কিন্তু নিজের কথা রাখলেন না। বছর চারেক আগে রশিদ জানিয়েছিলেন, বিশ্বকাপ না জিতে তিনি বিয়ে করবেন না। কিন্তু নিজের সেই কথা রাখতে পারলেন না। এ বছর আফগানিস্তান (Afghanistan) টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল। কিন্তু ফাইনালে ওঠা এবং ট্রফি জয়ের স্বপ্ন পূরণ হয়নি।

আফগানিস্তানের রাজধানী কাবুলের এক লাক্সারি হোটেলে রশিদের বিয়ের আসর বসেছিল। জাতীয় দলে তাঁর সতীর্থরা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে হাজির হয়েছিলেন। আফগান তারকা ক্রিকেটার মহম্মদ নবি নিজের এক্স হ্যান্ডেলে চারটি ছবি শেয়ার করেছেন। তার একটিতে দেখা যায় রশিদ ও তাঁর তিন ভাইয়ের সঙ্গে বসে রয়েছেন মহম্মদ নবি। রশিদ এবং তাঁর তিন ভাই একই রকম পোশাক পরেছিলেন।

রশিদ খানের বিয়ের একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। আফগানিস্তান ক্রিকেট টিমের এক্স হ্যান্ডেলে তারকা ক্রিকেটারের বিয়ের ছবি শেয়ার করে শুভেচ্ছা জানানো হয়েছে। আফগানিস্তানের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার রশিদ খান। তাঁর বিয়েতে সতীর্থরা খুব আনন্দ করেছেন। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে ছবি তার প্রমাণ।