AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ব্যানক্রফ্টের মন্তব্যের জেরে আবার তদন্ত অস্ট্রেলিয়া ক্রিকেটে

প্রশ্ন হল, নতুন তদন্তের জেরে যদি আরও কিছু তথ্য উঠে আসে, তা হলে কি শাস্তি হতে পারে নতুন কারও? এ নিয়ে কিন্তু ধোঁয়াশা কাটেনি।

ব্যানক্রফ্টের মন্তব্যের জেরে আবার তদন্ত অস্ট্রেলিয়া ক্রিকেটে
ফাইল চিত্র
| Updated on: May 16, 2021 | 1:37 PM
Share

সিডনি‍: ‘স্যান্ডপেপার গেট’ (Sandpaper Gate) নিয়ে আবার তদন্ত শুরু অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের। বল বিকৃতি বিতর্কের অন্যতম অভিযুক্ত ক্যামেরন ব্যানক্রফ্ট (Cameron Bancroft) এখন কাউন্টি খেলছেন ইংল্যান্ডে। শনিবারই সেখানকার একটি নামী কাগজে দেওয়া এক ইন্টারভিউতে বলেছিলেন, তিনি যে বল বিকৃত করতেন, তা টিমের অনেকেই জানতেন। এরপরই নড়েচড়ে বসেছে সিএ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia) এক কর্তা বলেছেন, ‘২০১৮ সালে কেপ টাউন টেস্টের ব্যাপারে যদি ওই সময়কার টিমের সদস্যদের আরও কিছু জানত কিনা, তা নিয়ে তদন্ত করবেন কর্তারা। যারা কিছু জানে, তারা এগিয়ে এসে এই তদন্তে সাহায্য করুক। এর আগে যখন এই নিয়ে বোর্ড তদন্ত করেছিল, তখন যতটুকু তথ্য জানা গিয়েছিল, তার উপর ভিত্তি করেই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল।‘

স্যান্ডপেপার গেট ঘটনার পর স্টিভ স্মিথ (Steve Smith), ডেভিড ওয়ার্নার (David Warner) ও ব্যানক্রফ্টকে নির্বাসিত করা হয়েছিল। তখন বলা হয়েছিল, এই ঘটনা যে ঘটছে, টিমের আর কোনও সদস্য জানতেন না। তখন অনেকেই প্রশ্ন করেছিলেন, এত বড় ঘটনা ঘটছে টিমে, অথচ বাকি কিছু জানেন না! ব্যানক্রফ্টের মন্তব্যের পর সত্যিটা সামনে চলে এসেছে। যা বেশ অস্বস্তিতে ফেলে দিয়েছে বোর্ডকে। সবচেয়ে আশ্চর্যের হল, বল বিকৃত করা হয়েছিল পেসারদের কথা ভেবেই। কামিন্স, হ্যাজেলউড, স্টার্করা যাতে বাড়তি সুবিধা পান, সেই কারণেই ব্যানক্রফ্টের উপর দায়িত্ব পড়েছিল বল বিকৃতির। অথচ, পেসাররাই সেটা জানতেন না। ব্যানক্রফ্ট সেটাই তুলে ধরেছেন। বলেছেন, ‘হয়তো টিমের অন্যরাও এ ব্যাপারে কিছু না কিছু না জানত।‘

প্রশ্ন হল, নতুন তদন্তের জেরে যদি আরও কিছু তথ্য উঠে আসে, তা হলে কি শাস্তি হতে পারে নতুন কারও? এ নিয়ে কিন্তু ধোঁয়াশা কাটেনি।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপেও নেই উত্তর কোরিয়া