IND vs BAN: ‘ভারতের বিরুদ্ধেও…’, বোলারদের তাতাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক

Sep 03, 2024 | 11:53 PM

India vs Bangladesh Series: দু-ম্যাচের টেস্ট সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও রয়েছে। টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম জয়ের পর এ বার নজর ভারতকে হারানো! বোলারদের সেভাবেই তাতাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাকিস্তান বধ করে কী বলছেন বাংলাদেশ অধিনায়ক?

IND vs BAN: ভারতের বিরুদ্ধেও..., বোলারদের তাতাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক
Image Credit source: X

Follow Us

সিরিজ শুরুর আগে কেউই এমন প্রত্যাশা করেননি। সেটাই করে দেখিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে তাদেরই হারানো! টেস্ট ক্রিকেটে প্রথম বার। সেখানেই শেষ নয়, পাকিস্তানকে টেস্ট সিরিজে ২-০ ক্লিনসুইপও করেছে বাংলাদেশ। এ বার ভারত সফরে আসছে বাংলাদেশ ক্রিকেট টিম। দু-ম্যাচের টেস্ট সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও রয়েছে। টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম জয়ের পর এ বার নজর ভারতকে হারানো! বোলারদের সেভাবেই তাতাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাকিস্তান বধ করে কী বলছেন বাংলাদেশ অধিনায়ক?

দ্বিতীয় টেস্টে কঠিন পরিস্থিতিতে ছিল বাংলাদেশ। ম্যাচের তৃতীয় দিন নিজেদের মাত্র ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। এমন পরিস্থিতিতে সেঞ্চুরি ইনিংস লিটন দাসের। সঙ্গে মেহদি হাসান মিরাজের হাফসেঞ্চুরি। সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। বাকি কাজটা করেন বোলাররা। পাকিস্তানকে হারিয়ে শান্ত বলেন, ‘সিরিজ জয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। আমরা খুবই খুশি।’ তাঁর নজরে এ বার ভারত সিরিজ!

বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘আমাদের বোলাররা দুর্দান্ত পারফর্ম করেছে।’ স্পিনারদের মধ্যে মেহদি হাসান মিরাজ প্রথম ইনিংসে বোলিংয়ে নজর কাড়েন। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং পেসারদের। ভারত সফর নিয়ে শান্ত যোগ করেন, ‘আশা করছি ভারতের বিরুদ্ধেও আমাদের বোলাররা এমনই পারফর্ম করবে। এই কাজটা যদিও খুব চ্যালেঞ্জিং।’ ভারতের বিরুদ্ধে ১৩টি টেস্ট খেলেছে বাংলাদেশ। যদিও জয়ের স্বাদ পায়নি। এ বার অবশ্য শান্ত আশাবাদী।

Next Article