IPL 2022 Auction: দেখে নিন আইপিএলের নিলামের শেষে কোন পাঁচ ক্রিকেটারের বেতন কমল

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 14, 2022 | 5:30 PM

গত মরসুমে তাঁরা যা বেতন পেতেন তার থেকে অনেকটাই কম বেতন তাঁরা পাবেন এ বারের আইপিএলে। এই তালিকায় রয়েছেন কোন ক্রিকেটাররা, এক ঝলকে দেখে নিন...

IPL 2022 Auction: দেখে নিন আইপিএলের নিলামের শেষে কোন পাঁচ ক্রিকেটারের বেতন কমল
IPL 2022 Auction: দেখে নিন আইপিএলের নিলামের শেষে কোন পাঁচ ক্রিকেটারের বেতন কমল

Follow Us

বেঙ্গালুরু: আইপিএল ২০২২ মেগা নিলামে (IPL 2022 Auction) মোট ৫৯০ জন প্লেয়ারের ভাগ্য নির্ধারিত হওয়ার কথা ছিল। দুই দিন ব্যাপী হওয়া নিলামে মোট ২০৪ জন ক্রিকেটার দল পেয়েছেন। সব মিলিয়ে মোট ৩৮৬ জন প্লেয়ার এ বারের আইপিএলের নিলামে বিক্রি হননি। তবে এই নিলামে ১০ কোটি ও তার থেকে বেশি টাকা পেয়েছেন মোট ১১ জন প্লেয়ার। কিন্তু ৫ ক্রিকেটারের বেতন গিয়েছে কমে। গত মরসুমে তাঁরা যা বেতন পেতেন তার থেকে অনেকটাই কম বেতন তাঁরা পাবেন এ বারের আইপিএলে। এই তালিকায় রয়েছেন কোন ক্রিকেটাররা, এক ঝলকে দেখে নিন…

১) কৃষ্ণাপ্পা গৌতম – গত মরসুমে কৃষ্ণাপ্পা গৌতম (Krishnappa Gowtham) চেন্নাই সুপার কিংসে থাকাকালীন ৯ কোটি ২৫ লক্ষ টাকা বেতন পেতেন। এ বারের নিলামে তাঁকে ৯০ লক্ষ টাকায় কিনেছে লখনও সুপার জায়ান্টস।

২) প্যাট কামিন্স – আইপিএল ২০২১ এ প্যাট কামিন্স (Pat Cummins) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন। এ বারও তাঁকে নিলাম থেকে তুলে নিয়েছে কেকেআর। তবে গত বার কামিন্স পেতেন ১৫ কোটি ৫ লক্ষ টাকা। এ বার নিলামে নাইট শিবির তাঁকে কিনেছে ৭ কোটি ২৫ লক্ষ টাকায়।

৩) জয়দেব উনাদকট – গত মরসুমে রাজস্থান রয়্যালসের সদস্য ছিলেন জয়দেব উনাদকট (Jaydev Unadkat)। তাঁকে পিঙ্ক আর্মি কিনেছিল ৮ কোটি ৫ লক্ষ টাকায়। এ বারের নিলামে জয়দেবকে মুম্বই ইন্ডিয়ান্স কিনেছে ১ কোটি ৩ লক্ষ টাকায়।

৪) ডেভিড ওয়ার্নার – অজি তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার (David Warner) গত মরসুমে ছিলেন সানরাইজার্স হায়দরাবাদে। সেখানে তিনি পেতেন ১২ কোটি ৫ লক্ষ টাকা। এ বারের নিলামে দিল্লি ক্যাপিটালস ওয়ার্নারকে ৬ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছে।

৫) মনীশ পান্ডে – ভারতীয় ক্রিকেটার মনীশ পান্ডে (Manish Pandey) গত মরসুমে ছিলেন অরেঞ্জ আর্মির সদস্য। হায়দরাবাদে তিনি পেতেন ১১ কোটি টাকা। আইপিএল ২০২২ এর মেগা নিলামে লখনউ সুপার জায়ান্টস মনীশকে কিনেছে ৪ কোটি ৬ লক্ষ টাকায়।

আরও পড়ুন: IPL Auction Player List 2022: এক ঝলকে দেখে নিন নিলাম শেষে ১০ ফ্র্যাঞ্চাইজির পুরো দল

আরও পড়ুন: IPL 2022 Auction Highest Paid Players: এক ঝলকে দেখে নিন এ বারের নিলামে সব থেকে দামি প্লেয়ারদের তালিকায় রয়েছেন কারা

আরও পড়ুন: IPL 2022: শিখরকেই নেতা ভাবছে পঞ্জাব কিংস

Next Article