IPL: ইংল্যান্ডের হান্ড্রেড টুর্নামেন্টে আইপিএলের আর এক টিম!
Manchester Originals: যেমন দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ রয়েছে, তেমনই মেজর লিগ ক্রিকেট, ক্যারিবিয়ান ক্রিকেট লিগ। এ বার ইংল্য়ান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডেও দেখা যাবে ভারতের দাপট।

বিদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে ভারতীয়দের দাপট নতুন নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পাশাপাশি বিশ্বের অন্যান্য় ফ্র্যাঞ্চাইজি লিগেও টিম রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। শুধুমাত্র তারাই নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আরও অনেক ফ্র্যাঞ্চাইজিই বিদেশের লিগে বিনিয়োগ করেছেন। এর মধ্যে যেমন দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ রয়েছে, তেমনই মেজর লিগ ক্রিকেট, ক্যারিবিয়ান ক্রিকেট লিগ। এ বার ইংল্য়ান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডেও দেখা যাবে ভারতের দাপট। মুম্বই ইন্ডিয়ান্সের পর আরও এক ফ্র্যাঞ্চাইজি হান্ড্রেডের টিমের স্টেক কিনেছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের টিম লখনউ সুপার জায়ান্টস। সঞ্জীব গোয়েঙ্কার সংস্থার টিম। তারাই এ বার হান্ড্রেডের ম্যাঞ্চেস্টার অরিজিনালস টিমের স্টেক কিনেছে। অন্য টিমের স্টেক কেনার জন্যও ঝাঁপিয়েছিল তারা। ওভাল ইনভিন্সিবল ও লন্ডন স্পিরিটের স্টেক কেনার চেষ্টা করেছিল। কিন্তু ব্যর্থ হয়। অবশেষে ম্যাঞ্চেস্টার অরিজিনালসের ৪৯ শতাংশ স্টেক কিনেছে আইপিএলের লখনউ ফ্র্যাঞ্চাইজি। ম্যাঞ্চেস্টার অরিজিনালসের হোম গ্রাউন্ড ওল্ড ট্র্যাফোর্ড।
এখানেই শেষ নয়, রিপোর্ট আরও বলছে ম্যাঞ্চেস্টার টিমের বাকি ৫১ শতাংশ স্টেকও কেনার চেষ্টায় রয়েছে গোয়েঙ্কার সংস্থা। যা ল্যাঙ্কাশায়ারের কাছে রয়েছে। পুরোটা না পেলেও সব মিলিয়ে অন্তত ৭০ শতাংশ স্টেকের বিষয়ে ইতিবাচক সাড়া মিলেছে বলেই খবর। যার আনুমানিক মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ১২৫৫ কোটি! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও সব চেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস। ২০২২ সালেই আইপিএলে অভিষেক হয়েছে এলএসজি-র।





