Ranji Trophy 2024-25: আগুনে ফর্মে অগ্নি চোপড়া, রঞ্জি ট্রফিতে হাঁকালেন দুরন্ত ডাবল সেঞ্চুরি

Oct 28, 2024 | 6:42 PM

Agni Chopra: সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি করা যেন জলভাত করে ফেলেছেন অগ্নি চোপড়া। রঞ্জি ট্রফির গত মরসুমেই নজর কেড়েছিলেন পরিচালকপুত্র অগ্নি। বিধু বিনোদ চোপড়ার ছেলে রঞ্জির নতুন মরসুমেও একই মেজাজে রয়েছেন।

Ranji Trophy 2024-25: আগুনে ফর্মে অগ্নি চোপড়া, রঞ্জি ট্রফিতে হাঁকালেন দুরন্ত ডাবল সেঞ্চুরি
রঞ্জিতে ডাবল সেঞ্চুরি অগ্নি চোপড়ার।
Image Credit source: X

Follow Us

কলকাতা: বাইশ গজে অগ্নি চোপড়ার (Agni Chopra) ব্যাটে আগুন ঝরছে। রঞ্জি ট্রফির (Ranji Trophy) প্লেট গ্রুপের টিম মিজোরামের হয়ে মণিপুরের বিরুদ্ধে দুরন্ত ডাবল সেঞ্চুরি করলেন বাঁ হাতি ব্যাটার। সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি করা যেন জলভাত করে ফেলেছেন অগ্নি চোপড়া। রঞ্জি ট্রফির গত মরসুমেই নজর কেড়েছিলেন পরিচালকপুত্র অগ্নি। বিধু বিনোদ চোপড়ার ছেলে রঞ্জির নতুন মরসুমেও সেই একই মেজাজে রয়েছেন। গুজরাটের নাদিয়াদে মণিপুরের বিরুদ্ধে অগ্নির ব্যাটে ডাবল সেঞ্চুরির পথে এসেছে ২৭টি চার ও ১টি ছয়।

এ বারের রঞ্জি ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচে অগ্নির ব্যাটে সেই অর্থে রানের ঝলকানি দেখা যায়নি। সিকিমের বিরুদ্ধে দুই ইনিংসে তিনি ৫১ ও ২৯ রান করেছিলেন। কিন্তু অরুণাচলের বিরুদ্ধে তাঁর ব্যাটে রানের বন্যা বয়ে গিয়েছিল। প্রথম ইনিংসে ১১০ রান করেছিলেন। আর দ্বিতীয় ইনিংসে আরও বিধ্বংসী হয়ে গিয়েছিলেন। ছাপিয়ে যান নিজের প্রথম ইনিংসের পারফরম্যান্সকেও। আমেদাবাদে সেই ম্যাচে তিনি দ্বিতীয় ইনিংসে ২৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। ২৬৭ রানে ম্যাচ জেতে মিজোরাম। ম্যাচের সেরার পুরস্কার পান অগ্নি চোপড়া।

রঞ্জি প্লেট গ্রুপে মণিপুর-মিজোরাম ম্যাচের প্রথম দিনের শেষে ২০৩ বলে ১৭০ রানে অপরাজিত ছিলেন অগ্নি চোপড়া। মিজোরাম প্রথম দিনের খেলার শেষে ছিল ৪ উইকেটে ৩৭৫ রানে। দ্বিতীয় দিন এরপর দেখতে দেখতে ডাবল সেঞ্চুরি পূরণ করে ফেলেন অগ্নি। ২৪৯ বলে ডাবল সেঞ্চুরি অগ্নির। মিজোর প্রথম ইনিংসে শেষ অবধি ২৬৯ বলে ২১৮ রান করেন তিনি।

এ বছর রয়েছে আইপিএলের মেগা নিলাম। ক্রিকেট মহলে রব উঠেছে অগ্নিকে নিয়ে। তিনি এর আগে মুম্বই ক্রিকেটে জুনিয়র স্তরে খেলেছেন। জানা গিয়েছে, আইপিএলের পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স টিমের নজর রয়েছে অগ্নির উপর। আইপিএল মেগা নিলামে অগ্নি দল পেলে তাঁর ক্রিকেট কেরিয়ারের উন্নতি হবে, তা বলার অপেক্ষা রাখে না।

Next Article