Ravindra Jadeja: শিয়রে এশিয়া কাপ, ভারত-পাক দ্বৈরথ নিয়ে যা বললেন রবীন্দ্র জাডেজা
India vs Pakistan: শুধু এশিয়া কাপেই নয়, যে কোনও টুর্নামেন্টে ভারতের ক্রিকেটাররা যখনই পাকিস্তানের বিরুদ্ধে নামে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করে থাকেন। এমনটাই বলছেন জাড্ডু।
নয়াদিল্লি: হাতে আর ২টো সপ্তাহ। ৩০ অগস্ট এশিয়া কাপের (Asia Cup) বল মাঠে গড়াবে। এ বারের এশিয়া কাপ ওডিআই ফর্ম্যাটে হতে চলেছে। যা এশিয়ার দলগুলোর জন্য ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup) প্রস্তুতির মঞ্চও বটে। কারণ, চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে রয়েছে ওডিআই বিশ্বকাপ। টিম ইন্ডিয়া এ বারের এশিয়া কাপ যাত্রা শুরু করবে ২ সেপ্টেম্বর। হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। তার আগে ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) এই দ্বৈরথ নিয়ে যা বললেন, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
শুধু এশিয়া কাপেই নয়, যে কোনও টুর্নামেন্টে ভারতের ক্রিকেটাররা যখনই পাকিস্তানের বিরুদ্ধে নামে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করে থাকেন। এমনটাই বলছেন জাড্ডু। তাঁর কথায়, ‘ভারত-পাকিস্তান ম্যাচ হলে সকলের প্রত্যাশা বেশি থাকে। তবে আমাদের কাছে ভারতের প্রতিটা ম্যাচই ততটাই গুরুত্বপূর্ণ, যতটা ভারত-পাকিস্তান ম্যাচ। কিন্তু সবার নজর থাকে ভারত-পাকিস্তান ম্যাচের উপর। আমরাও চাই নিজেদের সেরাটা দিয়ে ওই ম্যাচ জিততে। যতটা পারি যেন ভালো খেলি।’
২০২২ সালের এশিয়া কাপে, যা সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন করেছিল শ্রীলঙ্কা সেখানে ভারত-পাক দু’বারের সাক্ষাতে এক বার করে দুই দল জিতেছিল। ভারতকে হারিয়ে তারপর ফাইনালে উঠেছিল। সেখানে দাসুন শানাকার শ্রীলঙ্কা বাবর আজমের পাকিস্তানকে হারিয়েছিল। গত মরসুমে পাকিস্তানের কাছে হার নিয়ে জাডেজা বলেন, ‘খেলায় যেহেতু হার-জিত আছে, তাই কখনও কখনও হারের মুখও দেখতে হয়। পাকিস্তানের ক্রিকেটাররাও ওদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করে। ওরাও জেতার জন্য খেলে। আমরাও জেতার জন্যই মাঠে নামি। আমাদের কাজ ১০০ শতাংশ সেরা উজাড় করে দিয়ে জেতার চেষ্টা করা। কিন্তু দিনের শেষে জিততে না পারলেও কিছু করার থাকে না।’
মেন ইন ব্লু-র এ বারের এশিয়া কাপ যাত্রা শুরু হবে বাবর আজমের গ্রিন আর্মির বিরুদ্ধে। সেই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ তরতরিয়ে বাড়ছে।