IND vs AUS: সেরা স্পিনারকে খেলাতেই হবে… পারথ টেস্টের আগে কার হয়ে ব্যাট ধরলেন সৌরভ?

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 18, 2024 | 2:21 PM

India Tour of Australia: অস্ট্রেলিয়া সফর রোহিত-বিরাটদের ভারতের কাছে অক্সিজেন হতে পারে। যদি জয়ের হ্যাটট্রিক করতে পারেন তাঁরা। পারথ টেস্টের আগে একটাই প্রশ্ন, একাদশ কী হবে? সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু সতর্ক করে দিলেন গম্ভীর-রোহিতকে।

IND vs AUS: সেরা স্পিনারকে খেলাতেই হবে... পারথ টেস্টের আগে কার হয়ে ব্যাট ধরলেন সৌরভ?
IND vs AUS: সেরা স্পিনারকে খেলাতেই হবে... পারথ টেস্টের আগে কার হয়ে ব্য়াট ধরলেন সৌরভ?
Image Credit source: PTI FILE

Follow Us

কলকাতা: সেই চর্চা আবার ফিরল ভারতীয় ক্রিকেটে! অস্ট্রেলিয়া কিংবা বিদেশ সফরে স্পিনার হিসেবে কাকে খেলানো উচিত, তা নিয়ে চর্চা থেকে সমালোচনা, সবই চলে। পারথ টেস্টের আগে সে দিকেই যাচ্ছে পরিস্থিতি। রোহিত শর্মার ভারতীয় টিম প্রবল ভাবে কোণঠাসা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ হারের পর একঝাঁক সিনিয়রকে প্রশ্ন উঠে গিয়েছে। শুধু তাই নয়, কথা উঠে গিয়েছে কোচ গৌতম গম্ভীরের কোচিং স্টাইল নিয়েও। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া সফর রোহিত-বিরাটদের ভারতের কাছে অক্সিজেন হতে পারে। যদি জয়ের হ্যাটট্রিক করতে পারেন তাঁরা। পারথ টেস্টের আগে একটাই প্রশ্ন, একাদশ কী হবে? সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু সতর্ক করে দিলেন গম্ভীর-রোহিতকে।

এক স্পিনারকে নিয়ে চলছে চর্চা। যথেষ্ট সফল হওয়া সত্ত্বেও সাম্প্রতিক সফরগুলোয় তাঁকে খেলানো হয়নি। তিনি আর কেউ নন, রবিচন্দ্রন অশ্বিন। ভারতের প্রাক্তন অধিনায়ক স্পষ্ট বলে দিচ্ছেন, ‘এই ইস্যু নিয়ে কোনও বিতর্ক নেই। অশ্বিনকে খেলাতে হবে। টিমের সেরা স্পিনার খেলবেই। টেস্ট ক্রিকেটে সব সময় স্পেশালিস্ট প্লেয়ারদেরই খেলাতে হয়। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ান টিমে কিন্তু একঝাঁক বাঁ হাতি প্লেয়ার আছে। অশ্বিন কিন্তু প্রভাব ফেলতে পারে।’

ঘটনা হচ্ছে গম্ভীর কী ভাবছেন? ভারতীয় টিমে শুধু অশ্বিন নন, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দররাও রয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অশ্বিন সে ভাবে প্রভাব ফেলতে পারেননি। সুন্দর, জাডেজা সিরিজে ১৬ উইকেট পেয়েছেন। কিন্তু অশ্বিন পেয়েছেন মাত্র ৯টা। এটা সিনিয়র অফস্পিনারের বিরুদ্ধেই যাচ্ছে। সেই সঙ্গে, অশ্বিনের মতো ভালোই ব্যাট করতে পারেন জাডেজা, সুন্দর। তবু সৌরভ কিন্তু অশ্বিনকেই টিমের ‘সেরা’ স্পিনার বাছছেন।

মহারাজের কথায়, ‘টিমে জাডেজা, সুন্দররা রয়েছে। ওরা বলের পাশাপাশই ব্যাটটাও করতে পারে। কিন্তু টিমের উচিত তার সেরা প্লেয়ারকে সঙ্গে নিয়েই মাঠে নামা। স্পেশালিস্ট ব্যাটসম্যান-বোলারদেরই খেলানো দরকার। সেই কারণেই অশ্বিন আমার পছন্দের।’

Next Article
IND vs AUS: সিরাজ কিংবদন্তি… ভারতীয় পেসারকে প্রশংসায় ভরিয়ে চুমু খেলেন কে?
Shreyas Iyer: IPL মেগা নিলামের আগে ক্যাপ্টেন্সির ব্যাটন ফিরে পেলেন শ্রেয়স আইয়ার